লন্ডনে প্যালেস্টাইন অ্যাকশনের পক্ষে বিক্ষোভ করায় আটক ৪ শতাধিক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ০৯:৪৯ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে ‘প্যালেস্টাইন অ্যাকশন’ সমর্থনে আয়োজিত এক বিক্ষোভ থেকে ৪৬৬ জনকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন পুলিশ। গত মাসে ব্রিটিশ সরকার সংগঠনটিকে “সন্ত্রাসী সংগঠন” হিসেবে ঘোষণা করেছিল।
শনিবার (৯ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা ৬টার আগে পার্লামেন্ট স্কয়ার এলাকা থেকে এসব বিক্ষোভকারীকে আটক করা হয়। পুলিশের দাবি, তারা ‘নিষিদ্ধ ঘোষিত সংগঠনকে প্রকাশ্যে সমর্থন’ করেছেন।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীরা স্কয়ারে বসে হাতে “আমি গণহত্যার বিরোধী, আমি প্যালেস্টাইন অ্যাকশনকে সমর্থন করি” লেখা প্ল্যাকার্ড ধরে আছেন, সেখান থেকে পুলিশ তাদের সরিয়ে নিচ্ছে।
প্রতিবাদের আয়োজক সংগঠন ‘ডিফেন্ড আওয়ার জুরিস’ সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, “মানুষ গাজায় গণহত্যা ও প্যালেস্টাইন অ্যাকশন নিষিদ্ধ করার সিদ্ধান্তের বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিবাদ জানাচ্ছে।”
আল জাজিরা বলছে, যুক্তরাজ্যে সরকারি নিষেধাজ্ঞার বিরুদ্ধে অনুষ্ঠিত এটি সর্বশেষ বিক্ষোভ। সমালোচকদের মতে, প্যালেস্টাইন অ্যাকশন নিষিদ্ধ করার সিদ্ধান্ত মতপ্রকাশ ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকার হরণের পাশাপাশি ইসরায়েলের গাজা যুদ্ধবিরোধী আন্দোলন দমন করার কৌশল।
বিক্ষোভকারীদের হাতে ছিল প্ল্যাকার্ড, তাতে লেখা ছিল—‘আমি গণহত্যার বিরোধিতা করি’ এবং ‘আমি প্যালেস্টাইন অ্যাকশনকে সমর্থন করি।’ অনেকে শান্তিপূর্ণভাবে বসে থেকে প্রতিবাদ করছিলেন।
আল জাজিরার লন্ডন প্রতিনিধি সোনিয়া গালেগো জানিয়েছেন, প্রতিবাদের আওয়াজ থামেনি। গ্রেফতার ও শাস্তির হুমকি সত্ত্বেও মানুষ প্যালেস্টাইন অ্যাকশনের প্রতি সমর্থন জানিয়ে রাস্তায় নেমেছেন।
শুধু শনিবারের বিক্ষোভেই নয়, এর আগে জুলাই মাসে সংগঠনটির ওপর নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর যুক্তরাজ্যের বিভিন্ন শহরে আরও দুই শতাধিক মানুষকে গ্রেফতার করা হয়।
আবা/এসআর/২৫
