ঢাকা বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

গাজায় ইসরায়েলি বোমা হামলায় আল জাজিরার ৫ সাংবাদিক নিহত

গাজায় ইসরায়েলি বোমা হামলায় আল জাজিরার ৫ সাংবাদিক নিহত

গাজা উপত্যকায় ইসরায়েলের চালানো বোমা হামলায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার পাঁচ সাংবাদিকের মৃত্যু হয়েছে। হামলার শিকার এই সাংবাদিকদের মধ্যে রয়েছেন আল জাজিরা আরবির জনপ্রিয় প্রতিবেদক আনাস আল শরীফ।

রোববার (১০ আগস্ট) সন্ধ্যায় গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল শিফার প্রধান ফটকের সামনে একটি তাঁবুতে বসে কাজ করছিলেন তারা। সেখানেই ইসরায়েলি বাহিনীর টার্গেটেড হামলায় ঘটনাস্থলেই নিহত হন এই পাঁচ সাংবাদিক। এই হামলায় মোট সাতজন প্রাণ হারান।

আল জাজিরা জানিয়েছে, নিহত সাংবাদিকরা হলেন— আনাস আল শরীফ (২৮), মোহাম্মদ ক্রিকেহ (সংবাদদাতা), ইব্রাহিম জাহের (ক্যামেরা অপারেটর), মোহাম্মদ নওফাল ও মোমেন আলিওয়া।

ইসরায়েলি হামলায় নিহত হওয়ার আগে আল জাজিরার আরবি ভার্সনের প্রতিনিধি ২৮ বছর বসয়ী আল-শরীফ এক্স পোস্টে বলেন- গাজার পূর্ব ও দক্ষিণাঞ্চলে তীব্রভাবে বোমা হামলা শুরু করেছে ইসরায়েল। যা ‘ফায়ার বেল্ট’ নামেও পরিচিত।

তার ভিডিওতে দেখা যায়, ইসরায়েল ভয়াবহভাবে হামলা চালাচ্ছে, ভিডিও ব্যাকগাউন্ডে বোমা হামলার শব্দ শোনা গেছে। এছাড়া অন্ধাকারাছন্ন আকাশ ইসরায়েলের হামলায় মুহূর্তেই কমলা রং ধারণা করে, এমন চিত্রও দেখা গেছে।

আনাস আল শরীফ নিহত হওয়ার পর ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করে, তিনি হামাসের সামরিক শাখার সঙ্গে যুক্ত ছিলেন। এমনকি ‘সুনির্দিষ্ট প্রমাণ’ থাকার কথাও জানায় তারা।

তবে এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে বিভিন্ন মানবাধিকার সংগঠন ও সাংবাদিক সংস্থা। ইউরো-মেড হিউম্যান রাইটস মনিটরের বিশ্লেষক মুহাম্মদ শেহাদা বলেন, আনাসের সহিংস কর্মকাণ্ডে জড়িত থাকার কোনো তথ্য নেই। তার কথায়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্যামেরার সামনেই কাটতো তার সময়।

আল জাজিরা মিডিয়া নেটওয়ার্ক এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে। তারা ইসরায়েলের বিরুদ্ধে তাদের সাংবাদিকদের বিরুদ্ধে ‘উসকানিমূলক প্রচারণা’ চালানোর অভিযোগ তোলে।

আবা/এসআর/২৫

গাজা,সাংবাদিক,হত্যা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত