অনলাইন সংস্করণ
২০:১৩, ১১ আগস্ট, ২০২৫
পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনিরের যুক্তরাষ্ট্র সফরে দেওয়া সাম্প্রতিক বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। নয়াদিল্লি বলেছে, যুক্তরাষ্ট্রের প্রশ্রয়ে পাকিস্তান নিজের প্রকৃত চেহারা প্রকাশ করছে।
সোমবার (১১ আগস্ট) এক বিবৃতিতে ভারত সরকার জানায়, পাকিস্তান একটি দায়িত্বহীন পরমাণু অস্ত্রসমৃদ্ধ দেশ এবং পরমাণু শক্তিধর হওয়ার যে দায়িত্বশীলতা প্রয়োজন, তা তাদের নেই।
বিবৃতিতে বলা হয়, যখনই যুক্তরাষ্ট্র প্রশ্রয় দেয়, পাকিস্তান তখনই তাদের প্রকৃত রূপ দেখাতে শুরু করে।
ভারতের দাবি, অসীম মুনিরের বক্তব্য প্রমাণ করে যে পাকিস্তানে গণতন্ত্র নেই এবং পুরো দেশ সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের আমন্ত্রণে সম্প্রতি দেশটিতে সফর করছেন পাকিস্তানের সেনাপ্রধান। ফ্লোরিডায় এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘যদি আমরা ধ্বংসের মুখে পড়ি, তাহলে বিশ্বের অর্ধেককেও ধসিয়ে নিয়ে যাব।’
এছাড়া, ভারতের সিন্ধু নদে বাঁধ নির্মাণ পরিকল্পনার প্রতিক্রিয়ায় অসীম মুনির হুমকি দিয়ে বলেন, ‘বাঁধ তৈরি হলে ১০টি ক্ষেপণাস্ত্র দিয়ে সেটি ধ্বংস করে দেবো। সিন্ধু নদ ভারতের ব্যক্তিগত সম্পত্তি নয়।’
এর আগে, গত এপ্রিলে জম্মু-কাশ্মিরে জঙ্গি হামলায় ২৬ ভারতীয় পর্যটক নিহতের পর পাকিস্তানকে দায়ী করে ভারত ১৯৬০ সালের সিন্ধু নদ পানিবণ্টন চুক্তি স্থগিত করেছে এবং নদীর ওপর বাঁধ নির্মাণের ঘোষণা দিয়েছে।