ইসরায়েলের গুরুত্বপূর্ণ চার স্থানে হামলা চালালো হুতিরা

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ০৮:৩৪ | অনলাইন সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

ইসরায়েলের চারটি গুরুত্বপূর্ণ স্থানে বড় ধরনের হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। গাজায় চলমান ইসরায়েলি অভিযান এবং নিরীহ ফিলিস্তিনিদের ওপর চালানো নৃশংসতার জবাবে এই হামলা চালানো হয়েছে বলে দাবি তাদের।

হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, হামলাটি চালানো হয়েছে ইসরায়েলের চারটি স্থানে— হাইফা বন্দর, নেগেভ, উম্ম আল-রশরাশ (আইলাত) ও বিরসেবা।

তিনি দাবি করেন, এই অভিযানে ছয়টি ড্রোন ব্যবহার করা হয়েছে এবং সবগুলোই নির্ধারিত লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হেনেছে।

সামরিক মুখপাত্র আরও বলেন, গাজায় ইসরায়েলের আগ্রাসন থামানো না হলে, এবং অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে।

তবে হুতিদের এই হামলার বিষয়ে এখন পর্যন্ত ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

হুতিদের হামলার প্রেক্ষাপট তৈরির পেছনে গাজায় ইসরায়েলি হামলা ও অবরোধ বড় কারণ বলে দাবি করা হচ্ছে।

 

আবা/এসআর/২৫