নাইজেরিয়ায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৪০
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ০৮:৫৯ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

নাইজেরিয়ার পশ্চিমাঞ্চলীয় সোকোতো রাজ্যে নৌকাডুবির ঘটনায় অন্তত ৪০ জন নিখোঁজ হয়েছেন। নৌকাটিতে ৫০ জনেরও বেশি আরোহী ছিলেন।
রোববার (১৭ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির ন্যাশনাল ইমারজেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (এনইএমএ)। খবর রয়টার্সের।
এনইএমএ এক বিবৃতিতে জানায়, ওই নৌকাটিতে প্রায় ৫০ জনের বেশি যাত্রী বোঝাই ছিল। তাদেরকে নিয়ে রোববার সকালে এটি ডুবে যায়। এদের মধ্যে ১০ জনকে উদ্ধার করা হয়েছে। বাকী ৪০ জনই নিখোঁজ রয়েছে।
যাত্রীবোঝাই নৌকাটিতে ৫০ জনেরও বেশি আরোহী ছিলেন। নদী পার হওয়ার সময় এটি ডুবে যায়। এ পর্যন্ত ১০ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে বাকি প্রায় ৪০ জনের এখনো কোনো খোঁজ মেলেনি। নিখোঁজদের উদ্ধারে তল্লাশি অভিযান চলছে।
আবা/এসআর/২৫
