গাজায় প্রাণহানি ৬২ হাজার ছাড়ালো
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ০৮:০৯ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় গত ২৪ ঘণ্টায় ৬০ জন গাজাবাসী নিহত এবং ৩৪৪ জন আহত হয়েছেন। টানা প্রায় দুই বছরের হামলা ও অবরোধের জেরে সৃষ্ট ক্ষুধা ও অনাহারের কারণে উপত্যকাটিতে ৬২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৯ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৬০ জন গাজাবাসী নিহত এবং ৩৪৪ জন আহত হয়েছেন। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের চালানো গণহত্যায় কমপক্ষে ৬২ হাজার চারজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময়ে মোট আহতের সংখ্যা ১ লাখ ৫৬ হাজার ২৩০ জন।
মন্ত্রণালয় অনাহার ও অপুষ্টিজনিত কারণে নতুন পাঁচজনের মৃত্যুর খবর দিয়েছে। এর মধ্যে রয়েছে দুই শিশুও। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে দুর্ভিক্ষজনিত মৃত্যুর সংখ্যা ২৬৩ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে ১১২ জন শিশু।
আল জাজিরা বলছে, গাজা সিটিতে ইসরায়েলি হামলা আরও জোরদার করা হয়েছে। ইসরায়েল এ শহর দখল করে হাজার হাজার মানুষকে জোরপূর্বক দক্ষিণে তথাকথিত কনসেন্ট্রেশন জোনে সরিয়ে নিতে চায়।
আল জাজিরার সাংবাদিক তারেক আবু আজযুম জানিয়েছেন, গাজা সিটির পূর্বাঞ্চলে অব্যাহতভাবে হামলা চলছে। হামলার মাত্রা থেকে বোঝা যাচ্ছে, ইসরায়েলের বর্তমান কৌশল গাজার ভৌগোলিক ও জনসংখ্যাগত কাঠামো বদলে দিচ্ছে।
তিনি আরও বলেন, ইসরায়েল ভারী কামান, যুদ্ধবিমান ও ড্রোন ব্যবহার করছে বাকি আবাসিক বাড়িগুলো ধ্বংস করার জন্য। ধ্বংসযজ্ঞের মাত্রা ভয়াবহ। এই সামরিক কৌশলই বলে দিচ্ছে যে ইসরায়েল সহজে স্থল অভিযান চালাতে পারবে এবং আবাসিক এলাকা ধ্বংসস্তূপে পরিণত হবে। স্থানীয়রা বলছেন, দিন-রাত হামলা অব্যাহত রয়েছে।
আবা/এসআর/২৫
