জামিন পেলেন ইমরান খান

প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ২১:৫৪ | অনলাইন সংস্করণ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ২০২৩ সালের ৯ মে দাঙ্গার আটটি মামলায় জামিন দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।

বৃহস্পতিবার (২১ আগস্ট) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ রায় দেন।

তবে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় ১৪ বছরের সাজা থাকায় ইমরান এখনই মুক্ত হচ্ছেন না। গত দুই বছর ধরে তিনি কারাগারে রয়েছেন।

ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এক বিবৃতিতে জানিয়েছে, “জেল থেকে বের হতে ইমরানের এখন শুধু আল-কাদির ট্রাস্ট মামলায় জামিন প্রয়োজন।”

ইমরান খান ওই মামলার রায়ের বিরুদ্ধে আপিল করেছেন। আদালত যদি তার সাজা স্থগিত করেন, তাহলে মুক্ত হওয়ার পথ খুলবে। একই মামলায় ইমরানের স্ত্রী বুশরা বিবিকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হলেও তাঁর সাজা স্থগিত করে জামিন দেওয়া হয়েছে। ইমরানের আইনজীবীরা আশা করছেন, বুশরার মতো তাঁরও সাজা স্থগিত হতে পারে।

ইমরান ও বুশরা দুজনেই দাবি করেছেন, আল-কাদির ট্রাস্টের জন্য নেওয়া জমি ব্যক্তিগত স্বার্থে নয়, হাসপাতাল ও সেবামূলক কাজে ব্যবহারের জন্য নেওয়া হয়েছিল।

২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকাকালে ইমরান এক আবাসন ব্যবসায়ীর কাছ থেকে অবৈধ সুবিধা নিয়েছিলেন বলে অভিযোগ আনা হয়। এই মামলায়ই তাকে ২০২৩ সালের মে মাসে গ্রেপ্তার করা হলে তার সমর্থকরা সেনাসদরসহ বিভিন্ন স্থাপনায় হামলা চালান। পরবর্তীতে দাঙ্গার ঘটনায় ইমরানসহ কয়েক হাজার মানুষের বিরুদ্ধে মামলা হয়।