মিয়ানমারে ঐতিহাসিক রেলসেতু উড়িয়ে দিলো জান্তাবিরোধীরা

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ২২:২৪ | অনলাইন সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

মিয়ানমারে সামরিক জান্তাবিরোধী সশস্ত্র বিদ্রোহীরা বোমা হামলা চালিয়ে একটি ঐতিহাসিক রেলসেতু গুঁড়িয়ে দিয়েছে দেশটির বলে দাবি করেছে দেশটির জান্তা সরকার।

রোববার (২৪ আগস্ট) জান্তা সরকারের মুখপাত্র জ্য মিন তুন এক ভিডিও বার্তায় বলেছেন, বিদ্রোহী গোষ্ঠী তা’আং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ) ও পিপলস ডিফেন্স ফোর্সের (পিডিএফ) সদস্যরা বিস্ফোরণ ঘটিয়ে ঐতিহাসিক ‘গোকটেইক সেতু’ ধ্বংস করে দিয়েছে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, ভূপৃষ্ঠ থেকে ১০২ মিটার (প্রায় ৩৩৪ ফুট) উঁচুতে অবস্থিত গোকটেইক রেলওয়ে সেতু বর্তমানে মিয়ানমারের সবচেয়ে উঁচু সেতু। ১৯০১ সালে ব্রিটিশ ঔপনিবেশিক আমলে চালুর সময় এটি ছিল বিশ্বের সবচেয়ে উঁচু রেলওয়ে ট্রেসেল সেতু।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যায়, দেশটির মান্দালয় থেকে উত্তর শান অঙ্গরাজ্যকে রেলপথে সংযুক্ত করা এই সেতুটি, যা পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থানও- আংশিকভাবে ধসে পড়েছে ও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে টিএনএলএর মুখপাত্র লওয়ে ইয়াই উ অভিযোগ অস্বীকার করে বলেছেন, জান্তার বোমা হামলায় সেতুটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

সম্প্রতি নাওংকিও ও কিয়াউকমি শহরে দেশটির জান্তা সৈন্য ও টিএনএলএর যোদ্ধাদের মাঝে তীব্র সংঘর্ষ হয়েছে। যদিও গত জুলাইয়ে নাওংকিও শহর পুনর্দখলের দাবি করেছিল জান্তা।

সূত্র: এএফপি।

 

আবা/এসআর/২৫