অনলাইন সংস্করণ
২১:৪০, ২৫ আগস্ট, ২০২৫
জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন ৮০তম অধিবেশনে একই দিনে ভাষণ দেবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। আগামী ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে অধিবেশন শুরু হবে এবং ২৬ সেপ্টেম্বর দক্ষিণ এশিয়ার এই তিন নেতার ধারাবাহিক ভাষণ নির্ধারিত রয়েছে।
জাতিসংঘের শেয়ার করা প্রাথমিক সূচি অনুযায়ী, প্রথমে বক্তব্য রাখবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, এরপর সরাসরি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
এতে ইসলামাবাদের জন্য নয়াদিল্লির বক্তব্যের জবাব দেওয়ার কৌশলগত সুযোগ তৈরি হয়েছে বলে কূটনীতিকরা মনে করছেন। এরপর একই দিনে ভাষণ দেবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শাহবাজ শরিফের নেতৃত্বে পাকিস্তানের প্রতিনিধি দলে থাকবেন উপপ্রধানমন্ত্রী ইসহাক দার ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা তারিক ফাতেমি।
এবারের অধিবেশনের মূল প্রতিপাদ্য— ‘বেটার টুগেদার: এইটি ইয়ার্স অ্যান্ড মোর ফর পিস, ডেভেলপমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস’। প্রথা অনুযায়ী উদ্বোধনী বক্তব্য দেবেন ব্রাজিলের প্রেসিডেন্ট, এরপর ভাষণ দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পর এটিই হবে তার প্রথম জাতিসংঘ ভাষণ।
পর্যবেক্ষকদের মতে, ভারতের বক্তব্যে রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ও নিরাপত্তা ইস্যু গুরুত্ব পাবে, পাকিস্তান তুলে ধরবে কাশ্মীর সমস্যা ও আঞ্চলিক শান্তির প্রশ্ন। আর বাংলাদেশ জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন ও মানবাধিকারের প্রসঙ্গ জোরালোভাবে উপস্থাপন করবে বলে কূটনৈতিক মহলের ধারণা।
বিশ্লেষকরা বলছেন, মোদি-শাহবাজ-ইউনূসের ধারাবাহিক ভাষণ দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি আন্তর্জাতিক অঙ্গনে নতুন মাত্রা আনবে। বিশেষ করে মে মাসে ভারত-পাকিস্তান সীমান্তে যুদ্ধ পরিস্থিতি, গাজায় চলমান সংঘাত ও ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে এবারের অধিবেশন ব্যস্ততম কূটনৈতিক মৌসুম হয়ে উঠবে।
অধিবেশনের সময়সূচি অনুযায়ী, ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বিশেষ জলবায়ু ইভেন্ট এবং ২৬ সেপ্টেম্বর পারমাণবিক অস্ত্র সম্পূর্ণ নির্মূলের আন্তর্জাতিক দিবস উপলক্ষে উচ্চপর্যায়ের বৈঠক হবে।