অনলাইন সংস্করণ
২১:৫৮, ০৩ সেপ্টেম্বর, ২০২৫
ভারতকে নতুন করে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের বিষয়ে আলোচনা করছে রাশিয়া। রুশ সামরিক রপ্তানি বিভাগের প্রধান দিমিত্রি শুগায়েভ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস-কে দেওয়া সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন। খবর রয়টার্স।
তিনি বলেন, “ভারতের কাছে আমাদের কয়েকটি এস-৪০০ ব্যবস্থা রয়েছে। সহযোগিতা আরও বাড়ানোর সুযোগ আছে। নতুন সরবরাহ নিয়েও আলোচনা চলছে।”
২০১৮ সালে রাশিয়ার সঙ্গে ৫৫০ কোটি ডলারের একটি সামরিক চুক্তি করে ভারত। এর আওতায় দেশটিকে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য পাঁচটি দূরপাল্লার এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহের কথা। এর মধ্যে তিনটি ইউনিট ভারতকে ইতোমধ্যে দেওয়া হয়েছে। বাকি দুটি ২০২৬ ও ২০২৭ সালে সরবরাহ করার কথা রয়েছে।
সাম্প্রতিক এসসিও সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের ঘনিষ্ঠতা আরও জোরদার হয়। মোদি সেখানে পুতিনকে “প্রিয় বন্ধু” বলে উল্লেখ করেন এবং বলেন, কঠিন সময়েও দুই দেশ পাশাপাশি থেকেছে।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেন, যুক্তরাষ্ট্রের চাপ সত্ত্বেও ভারত রাশিয়া থেকে জ্বালানি ও অস্ত্র কেনা বন্ধ করেনি। এ অবস্থানকে মস্কো বিশেষ গুরুত্ব দেয়।
স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (সিপ্রি)-এর তথ্য অনুযায়ী, ২০২০ থেকে ২০২৪ পর্যন্ত ভারতের অস্ত্র আমদানির ৩৬ শতাংশ এসেছে রাশিয়া থেকে, ৩৩ শতাংশ ফ্রান্স থেকে এবং ১৩ শতাংশ ইসরায়েল থেকে।