গাজায় একদিনে প্রাণ গেলো আরও ৬৫ জনের

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৬ | অনলাইন সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

গাজা সিটিতে আগ্রাসনের মাত্রা ও পরিধি আরও বাড়িয়েছে ইসরায়েল। উপত্যকাটিতে গত ২৪ ঘণ্টায় দখলদারদের নির্বিচার হামলায় প্রাণ গেছে আরও ৬৫ জনের। নিহতদের মধ্যে ১৪ জন একই পরিবারের সদস্য বলে জানা গেছে।

আল জাজিরা আরবির খবরে বলা হয়, ইসরায়েলি সেনারা শুক্রবার সকাল থেকে অন্তত ১৬টি আবাসিক ভবন লক্ষ্য করে বোমাবর্ষণ করেছে। এছাড়া, বাস্তুচ্যুত মানুষদের আশ্রয় দেওয়া একটি স্কুল ধ্বংস করে দিয়েছে তারা। হামলার পর ধ্বংসস্তূপে আটকে পড়া অনেককে উদ্ধারের চেষ্টা করছে স্থানীয়রা। মানবিক সহায়তার ঘাটতি ও চিকিৎসা সেবার সংকটে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে।

গাজার স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, শুক্রবার গাজা সিটি এবং উত্তরাঞ্চলে নিহত হয়েছেন ৪৮ জন। আহত হয়েছেন বহু মানুষ।

গাজা সিটিতে বিমান হামলার পাশাপাশি ট্যাংক নিয়ে চলছে পদাতিক সেনাদের স্থল অভিযান। ধ্বংস হয়েছে আরও কয়েকটি বহুতল ভবন। অঞ্চলটিতে হামলার তীব্রতা আরও বাড়ানোর পরিকল্পনা করছে ইসরায়েলি বাহিনী।

আটকা পড়ে আছে প্রায় ১০ লাখ মানুষ। গাজায় প্রায় দুই বছর ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে প্রাণহানি প্রায় ৬৩ হাজার।

এদিকে সম্প্রতি এক অনুষ্ঠানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নতুন বিতর্কিত ঘোষণা দিয়েছেন। অধিকৃত পশ্চিম তীরে বৃহৎ আকারের বসতি স্থাপন প্রকল্পের চুক্তি সইয়ের অনুষ্ঠানে তিনি অঙ্গীকার করেন, ফিলিস্তিন রাষ্ট্র বলে কিছু থাকবে না।

গাজায় ধারাবাহিক হামলা, অন্যদিকে পশ্চিম তীরে নতুন বসতি স্থাপনের ঘোষণা, সব মিলিয়ে ইসরায়েল-ফিলিস্তিন সংকট ভয়াবহ মানবিক বিপর্যয়ে রূপ নিচ্ছে।

 

আবা/এসআর/২৫