গাজা দখলে হামলার তীব্রতা বাড়ছেই, একদিনেই নিহত ৪৯
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:১২ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের গাজা শহর দখলে হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। চলমান এই হামলায় গত একদিনেই অন্তত ৪৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। একইদিনে পুরো গাজা উপত্যকাজুড়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬২ জনে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) দিনভর চলা এই হামলায় জাতিসংঘের আশ্রয়কেন্দ্রে রূপান্তরিত স্কুলসহ বহু বেসামরিক স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
ফিলিস্তিনি সিভিল ডিফেন্স-এর তথ্য অনুযায়ী, শুধু গাজা শহরেই ৬,০০০-এরও বেশি মানুষ এসব লাগাতার বোমাবর্ষণের কারণে গৃহহীন হয়েছেন।
“গাজা শহরের বাসিন্দারা এখন একটানা অবরোধ ও বোমাবর্ষণের মধ্যে অত্যন্ত কঠিন অবস্থার মধ্যে বাস করছেন,” বলেন সংস্থাটির মুখপাত্র মাহমুদ বাসাল।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইসরায়েলি বাহিনী গাজা শহরে একের পর এক বোমা হামলা চালাচ্ছে, যেন শহরটি সামরিক দখলের জন্য প্রস্তুত করা যায়। তারা উড়ানো লিফলেটের মাধ্যমে খাদ্যাভাবে কষ্টরত এবং আতঙ্কিত ফিলিস্তিনিদের প্রাণ বাঁচাতে পালিয়ে যেতে বলেছে।
আল জাজিরার হানি মাহমুদ, গাজা শহর থেকে প্রতিবেদনে বলেন, ইসরায়েলি যুদ্ধবিমান প্রতি ১০ থেকে ১৫ মিনিটে একটি করে বোমা ফেলছে আবাসিক ভবন ও জনসেবামূলক স্থাপনায়, এবং প্রায়ই পর্যাপ্ত সময় দিচ্ছে না লোকজনকে নিরাপদে সরে যাওয়ার।
“হামলার গতি ও ধরণ থেকে একটি বিষয় স্পষ্ট—ইসরায়েলি সেনাবাহিনী ইচ্ছাকৃতভাবে এমন এলাকাগুলোকে লক্ষ্যবস্তু বানাচ্ছে, যেখানে বিপুল সংখ্যক গৃহচ্যুত পরিবার আশ্রয় নিয়েছে,” বলেন তিনি। তিনি আরও জানান, বর্তমানে গৃহচ্যুতদের বেশিরভাগই গাজার পশ্চিমাঞ্চলে জড়ো হয়েছেন।
তিনি আরও বলেন, ইসরায়েলি হামলা চলতে থাকলেও অনেক বাসিন্দা এখনও শহরে রয়ে গেছেন বা দক্ষিণে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়ে আবার ফিরে এসেছেন। কারণ দক্ষিণে অবস্থিত ‘অতিরিক্ত ভিড়পূর্ণ ও অপ্রতুল সেবাযুক্ত’ আল-মাওয়াসি ক্যাম্পেও ইসরায়েল নিয়মিত হামলা চালাচ্ছে।
ডা. মোহাম্মদ আবু সালমিয়া, আল-শিফা হাসপাতালের পরিচালক, জানান, বাসিন্দারা শহরের পূর্ব দিক থেকে পশ্চিম দিকে সরে যাচ্ছেন, তবে “মাত্র অল্প কিছু মানুষই দক্ষিণে পৌঁছাতে পেরেছেন।”
তিনি আরও বলেন, “যারা দক্ষিণে পৌঁছাতে সক্ষম হয়েছেন, তারাও সেখানে আশ্রয়ের জায়গা খুঁজে পাচ্ছেন না, কারণ আল-মাওয়াসি এলাকা সম্পূর্ণভাবে পূর্ণ হয়ে গেছে এবং দেইর আল-বালাহ অঞ্চলও অত্যন্ত ভিড়াক্রান্ত।” ফলে অনেকেই বাধ্য হয়ে আবার গাজা শহরে ফিরে যাচ্ছেন, কারণ অন্য কোথাও আশ্রয় বা ন্যূনতম সেবা পর্যন্ত পাওয়া যাচ্ছে না।
ইসরায়েলি সেনাবাহিনী সামাজিক মাধ্যম এক্স (পূর্বে টুইটার)-এ দাবি করেছে, গাজা উপত্যকার সবচেয়ে বড় শহর গাজা সিটি থেকে ইতোমধ্যে ২,৫০,০০০-এর বেশি মানুষ পালিয়ে গেছে।
সূত্র: আল জাজিরা
