ইসরায়েলকে বৈশ্বিক খেলাধুলা থেকে নিষিদ্ধের দাবি স্পেনের

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৮ | অনলাইন সংস্করণ

গাজায় গণহত্যা বন্ধে ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ বাড়াচ্ছে স্পেন। এবার দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ইসরায়েলকে বৈশ্বিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (১৫ সেপ্টেম্বর) নিজের সমাজতান্ত্রিক দলের উদ্দেশে দেওয়া ভাষণে স্প্যানিশ প্রধানমন্ত্রী বলেন, ইউক্রেনে আগ্রাসনের পর যেমন রাশিয়াকে আন্তর্জাতিক খেলাধুলা থেকে বহিষ্কার করা হয়েছিল, গাজায় হামলার জন্য ইসরায়েলকেও একই শাস্তির মুখে পড়তে হবে।

তিনি প্রশ্ন তোলেন, ‘ইউক্রেন আক্রমণের পর রাশিয়াকে যদি বাদ দেওয়া যায়, তবে গাজায় হাজারো মানুষ হত্যার পর কেন ইসরায়েলকে বাদ দেওয়া হবে না?’

সানচেজের মতে, গাজার বর্বরতা বন্ধ না হওয়া পর্যন্ত রাশিয়া কিংবা ইসরায়েল— কেউই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না।

এর আগের দিন মাদ্রিদে ভুয়েল্তা আ এস্পানিয়া সাইক্লিং রেসে ইসরায়েলি দল ইসরায়েল-প্রিমিয়ার টেক অংশ নেওয়ায় বিক্ষোভ হয়। ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ২২ জন আহত ও দু’জনকে আটক করা হয়।

স্পেনের ক্রীড়ামন্ত্রী পিলার আলেগ্রিয়া সম্প্রতি একই দাবি তুলে বলেন, রাশিয়ার ক্ষেত্রে যেভাবে ক্রীড়া নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, ইসরায়েলের ক্ষেত্রেও তাই করা উচিত। তিনি একে ‘দ্বিচারিতা’ আখ্যা দেন।

অন্যদিকে, ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সাআর সানচেজকে ‘ইহুদিবিদ্বেষী ও মিথ্যাবাদী’ বলে সমালোচনা করেছেন। তবে মানবাধিকারকর্মীদের মতে, ইসরায়েল প্রায়ই ‘ইহুদিবিদ্বেষ’ অভিযোগকে ব্যবহার করে নিজেদের নীতির সমালোচনা দমন করে।

শুধু খেলাধুলা নয়, সামরিক খাতেও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে স্পেন। সম্প্রতি দেশটি ইসরায়েলি প্রতিষ্ঠান এলবিট সিস্টেমসের রকেট লঞ্চার কেনার জন্য প্রায় ৭০০ মিলিয়ন ইউরোর চুক্তি বাতিল করেছে। এর আগে গত জুনে প্রতিরক্ষা প্রতিষ্ঠান রাফায়েল–এর সঙ্গে আরেকটি বড় চুক্তি বাতিল করা হয়েছিল। ফলে সাম্প্রতিক মাসগুলোতে ইসরায়েলের সঙ্গে প্রায় এক বিলিয়ন ইউরোর অস্ত্রচুক্তি বাতিল করেছে স্পেন।

তবে এ বিষয়ে এখনও কোনো পক্ষ আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি। ইসরায়েলি দৈনিক হারেৎজ জানিয়েছে, প্রতিষ্ঠানগুলো আনুষ্ঠানিক বাতিলের নোটিশ এখনো হাতে পায়নি।