সুদানে মসজিদে ড্রোন হামলা, নিহত অন্তত ৭৮
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৯ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

সুদানের দারফুর অঞ্চলের এল-ফাশের শহরের একটি মসজিদে ড্রোন হামলায় কমপক্ষে ৭৮ জন নিহত হয়েছেন। এছাড়া এ হামলায় আরও প্রায় ২০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে নামাজ চলাকালে এ হামলা হয়।
হামলার জন্য দায়ী করা হয়েছে আধাসামরিক গোষ্ঠী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-কে। তবে গোষ্ঠীটি এখনো হামলার দায় স্বীকার করেনি।
সম্প্রতি ডক্টরস উইদাউট বর্ডার্স জানিয়েছে, আল-ফাশেরকে অ-আরব জনগোষ্ঠীমুক্ত করার পরিকল্পনার কথা প্রকাশ্যেই ঘোষণা করেছে গোষ্ঠীটি।
অবশ্য এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছে আরএসএফ। তাদের দাবি, কোনো জাতিগত সংঘাতে তারা জড়িত নয়।
একজন স্থানীয় বাসিন্দা জানান, ভোরের নামাজ চলাকালীন ড্রোন হামলাটি চালানো হয়, যা সঙ্গে সঙ্গেই বহু মানুষের মৃত্যু ঘটায়।
বিবিসি ভেরিফাইড একটি ভিডিও বিশ্লেষণ করে জানিয়েছে, মসজিদের পাশেই প্রায় ৩০টি মৃতদেহ কাপড় ও কম্বল দিয়ে মোড়ানো অবস্থায় দেখা গেছে। মসজিদটি শহরের পশ্চিমাংশে অবস্থিত।
চিকিৎসা সূত্র বলছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে, কারণ ধ্বংসস্তূপের নিচে এখনো অনেকের মরদেহ আটকে থাকতে পারে।
সুদানে দুই বছরের বেশি সময় ধরে সেনাবাহিনী ও আরএসএফ-এর মধ্যে ভয়াবহ গৃহযুদ্ধ চলছে। বর্তমানে আরএসএফ ধীরে ধীরে এল-ফাশার শহরের নিয়ন্ত্রণ নেওয়ার পথে অগ্রসর হচ্ছে।
এল-ফাশার হলো দারফুর অঞ্চলে সেনাবাহিনীর শেষ ঘাঁটি, যেখানে তিন লক্ষাধিক বেসামরিক নাগরিক যুদ্ধের ফাঁদে আটকে আছেন।
এই সপ্তাহেই আরএসএফ এল-ফাশারে নতুন করে অভিযান শুরু করে, যার মধ্যে শহরের পাশে অবস্থিত আবু শৌক শরণার্থী ক্যাম্পেও হামলা চালানো হয়।
আবা/এসআর/২৫
