বিজয় থালাপতির রাজনৈতিক সমাবেশে পদদলিত হয়ে নিহত ৩১

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ২২:০৫ | অনলাইন সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার ও রাজনীতিবিদ বিজয় থালাপাতির রাজনৈতিক সমাবেশে পদদলিত হয়ে শিশুসহ কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। এছাড়া আরও প্রায় ৯০০ জন মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) তামিলনাড়ুর করুরে অভিনেতার রাজনৈতিক দল তামিলাগা ভেট্ট্রি কাজাগাম (টিভিকে)-এর মহাসমাবেশে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিজয়ের আগমনের অপেক্ষায় তার সমর্থকেরা ছয় ঘণ্টার বেশি সময় ধরে ভিড় করে ছিলেন। তবে তিনি দেরিতে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বিজয় মঞ্চে বক্তব্য রাখার সময় জনতার ভিড় ক্রমশ বাড়তে থাকে, অনেকে জ্ঞান হারাতে শুরু করলে তিনি হঠাৎ বক্তৃতা বন্ধ করে দেন এবং ভিড়ে আটকে থাকা মানুষকে পানি দেওয়ার চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে হুড়োহুড়িতে বহু মানুষ পদদলিত হন।

এ সময় অ্যাম্বুলেন্সগুলো জনতা ভিড়ের কারণে ঘটনাস্থলে পৌঁছাতে হিমশিম খায়। পুলিশ জানিয়েছে, সভাস্থলে অন্তত ৩০ হাজার মানুষ জড়ো হয়েছিলেন।

করুরের জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা ডেভিডসন দেবাশির্বথম জানিয়েছেন, ৫০০ জনকে ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং কমপক্ষে আরও ৪০০ জনকে আনা হচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, নিহতদের মধ্যে প্রাপ্তবয়স্করা ছিলেন বিজয়ের রাজনৈতিক দল টিভিকে-এর সমর্থক। তারা অন্তত ছয় ঘণ্টা ধরে সমাবেশে অপেক্ষা করছিলেন, তবে বিজয় দেরি করে সমাবেশস্থলে পৌঁছান। তিনি বক্তৃতা শুরুর পরপরই সমাবেশ স্থলে বিশৃঙ্খলা দেখা দেয়।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, টিভিকে প্রধান বিজয় যখন তার বক্তব্য চালিয়ে যাচ্ছিলেন, তখন হঠাৎ করেই সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। এতে নিরাপত্তাকর্মীরা অ্যালার্ম বাজাতে শুরু করেন এবং বিজয় তার বক্তৃতা থামিয়ে দেন। পরে সেখান থেকে বেশ কয়েকজনকে অজ্ঞান অবস্থায় উদ্ধারের পর অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

 

আবা/এসআর/২৫