যুক্তরাষ্ট্রে চার্চে হামলায় নিহত ২
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৭ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের গ্র্যান্ড ব্ল্যাঙ্ক টাউনশিপে মরমন গির্জায় গুলিবর্ষণের ঘটনায় অন্তত দুইজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত আটজন। এসময় হামলাকারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন।
স্থানীয় সময় রোববার সকাল ১০টা ২৫ মিনিটে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে ১০টা ৩৩ মিনিটে গির্জার পার্কিং লটে পুলিশের সঙ্গে গুলিবিনিময়ে সন্দেহভাজন হামলাকারী নিহত হন।
গ্র্যান্ড ব্ল্যাঙ্ক টাউনশিপের পুলিশ প্রধান উইলিয়াম রেনে এক সংবাদ সম্মেলনে জানান, নিহত হামলাকারীর নাম থমাস জেকব স্যানফোর্ড। তিনি পাশের শহর বার্টনের বাসিন্দা এবং সাবেক মেরিন কর্পস সদস্য। হামলার উদ্দেশ্য এখনো পরিষ্কার নয়।
হেনরি ফোর্ড জেনেসিস হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সেখানে আহতদের চিকিৎসা চলছে। সাতজনের অবস্থা স্থিতিশীল, একজন আশঙ্কাজনক।
ঘটনার পর নিউ ইয়র্ক পুলিশ বিভাগ জানায়, তারা শহরের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করছে। লস অ্যাঞ্জেলেস শহরের উপাসনালয়েও বাড়ানো হয়েছে পুলিশের টহল।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে “খ্রিস্টানদের ওপর আরেকটি লক্ষ্যভিত্তিক হামলা” হিসেবে উল্লেখ করেছেন।
আবা/এসআর/২৫
