পাকিস্তানে আত্মঘাতী গাড়িবোমা হামলা, নিহত অন্তত ১০
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১৫ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কোয়েটায় আধা-সামরিক বাহিনী ফ্রন্টিয়ার কোর-এর সদর দপ্তরের বাইরে একটি শক্তিশালী কার বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন নিহত এবং ৩০ জনের বেশি আহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
স্থানীয় সময় মঙ্গলবার বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটার জারগুন রোড এলাকায় এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পরপরই গুরুতর গোলাগুলির ঘটনাও ঘটে।
এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রাদেশিক স্বাস্থ্যমন্ত্রী বখত মোহাম্মদ কাকার আল জাজিরাকে বলেন, "নিহতদের মধ্যে দুইজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বাকিরা সাধারণ নাগরিক।"
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি সিসিটিভি ভিডিওতে দেখা যায়, একটি গাড়ি ফ্রন্টিয়ার কোরের আঞ্চলিক সদর দপ্তরের দিকে মোড় নেয় এবং কিছুক্ষণের মধ্যেই বিস্ফোরিত হয়।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এটি ছিল একটি আত্মঘাতী হামলা, এবং ঘটনাস্থলে একাধিক হামলাকারী নিহত হয়েছে।
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, "বিভ্রান্ত চরমপন্থীরা ভারতের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে।" তবে তিনি এই বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।
এ বিষয়ে ভারতের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
