ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ফিলিপাইনে ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৬৯

ফিলিপাইনে ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৬৯

ফিলিপাইনের মধ্যাঞ্চলে ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬৯ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও ১৫০ জনেরও বেশি মানুষ।

মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯টা ৫০ মিনিটে কেন্দ্রীয় ভিসায়াস অঞ্চলের সেবু প্রদেশের বোগো নগরীর উপকূলে ভূমিকম্পটি আঘাত হানে। এতে মুহূর্তেই পুরো এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়ে এবং শতাধিক বছরের পুরনো একটি গির্জাসহ অসংখ্য ভবন ধসে যায়।

ভূমিকম্প পর্যবেক্ষক সংস্থাগুলো জানিয়েছে, ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে উৎপত্তি হয় কম্পনের। এর পর একাধিক পরাঘাত রেকর্ড করা হয়েছে, যার মধ্যে একটি ছিল ৬ মাত্রার। ধ্বংসস্তূপে আটকা পড়া জীবিতদের উদ্ধারে তৎপর রয়েছে সরকারি উদ্ধারকারী দল। বিদ্যুৎ ও পানি সরবরাহ পুনরুদ্ধারেও জোর প্রচেষ্টা চলছে।

৩৪ লাখ বাসিন্দার সেবু প্রদেশ ফিলিপাইনের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এখানকার ম্যাকটান-সেবু আন্তর্জাতিক বিমানবন্দর দেশটির দ্বিতীয় ব্যস্ততম প্রবেশদ্বার হলেও ভূমিকম্পে এর কার্যক্রম বড় কোনো বিঘ্নের শিকার হয়নি। তবে সেবুর উত্তরাঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইতিমধ্যেই সান রেমিজিওকে দুর্যোগপূর্ণ এলাকা ঘোষণা করা হয়েছে, যাতে উদ্ধার কার্যক্রম ও ত্রাণ বিতরণে বিশেষ গুরুত্ব দেওয়া যায়।

সান রেমিজিওর ভাইস মেয়র আলফি রেইনস ক্ষতিগ্রস্তদের জন্য খাবার ও বিশুদ্ধ পানি পাঠানোর পাশাপাশি ভারী মেশিনপত্র সরবরাহের অনুরোধ জানিয়েছেন। স্থানীয় হাসপাতালগুলো আহতদের ভিড়ে উপচে পড়ছে বলে জানিয়েছে সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ।

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তার আশ্বাস দিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্ডিনান্ড মার্কোস জুনিয়র।

তিনি জানিয়েছেন, মন্ত্রিপরিষদ সচিবরা সরেজমিনে গিয়ে ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন। একই সঙ্গে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট।

নিহত বেড়ে ৬৯,ভয়াবহ ভূমিকম্প,ফিলিপাইন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত