ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

নোবেল না পেলে যুক্তরাষ্ট্রের জন্য অপমান হবে: ট্রাম্প

নোবেল না পেলে যুক্তরাষ্ট্রের জন্য অপমান হবে: ট্রাম্প

নিজেকে নোবেল শান্তি পুরস্কার না দেওয়া হলে সেটি যুক্তরাষ্ট্রের জন্য বড় অপমান হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে দেশটির অপরাধ ও অভিবাসন সমস্যাকে তিনি ‘অভ্যন্তরীণ যুদ্ধ’ আখ্যা দিয়ে সেনা মোতায়েনের ঘোষণাও দিয়েছেন।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে শীর্ষ সামরিক কর্মকর্তাদের এক বৈঠকে ট্রাম্প বলেন, “আমি নোবেল পুরস্কার পাব? অবশ্যই না। ওরা সেটা দিয়ে দেবে এমন কাউকে, যে কিছুই করেনি। এটা আমাদের দেশের জন্য বিরাট অপমান।”

ট্রাম্প দাবি করেন, তিনি বিশ্বের নানা যুদ্ধ ও সংঘাতের মীমাংসার নেপথ্যের নায়ক। অথচ তাকে নোবেল শান্তি পুরস্কারের যোগ্য বিবেচনা করা হচ্ছে না। তার মতে, এটি শুধু তার প্রতি অবিচার নয়, বরং যুক্তরাষ্ট্রের জন্যও এক বড় ধরনের অসম্মান।

অপরাধ ও অভিবাসন ইস্যুতে ক্ষোভ প্রকাশ করে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র এখন ভেতর থেকেই এক ধরনের যুদ্ধে জড়িয়ে পড়েছে। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের উপস্থিতিতে সামরিক বাহিনীর জেনারেল ও অ্যাডমিরালদের উদ্দেশে তিনি ঘোষণা দেন, ডেমোক্র্যাট নেতৃত্বাধীন বেশ কয়েকটি শহরে অপরাধ দমনে সেনাবাহিনী মোতায়েন করা হবে।

তিনি আরও জানান, সেনাদের জন্য একটি বিশেষ ‘কুইক রিঅ্যাকশন ফোর্স’ গঠনের নির্দেশ ইতোমধ্যেই দেওয়া হয়েছে।

তার ভাষায়, “কারণ এটা ভেতরের শত্রু, আর তা নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই আমাদের সামলাতে হবে।”

এ সময় সংবাদমাধ্যমের দিকেও ক্ষোভ প্রকাশ করেন ট্রাম্প। সাংবাদিকদের তিনি ‘অসম্মানিত’ এবং ‘ঘৃণ্য ব্যক্তি’ বলে আখ্যা দেন।

ট্রাম্প,যুক্তরাষ্ট্রের জন্য অপমান,নোবেল না পেলে
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত