অনলাইন সংস্করণ
১৬:১০, ০১ অক্টোবর, ২০২৫
ইসরায়েলের হুমকি উপেক্ষা করেই গাজার উদ্দেশ্যে যাত্রা অব্যাহত রেখেছে ত্রাণবাহী নৌবহর সুমুদ ফ্লোটিলা। ইতিমধ্যেই এটি গাজার কাছাকাছি পৌঁছে উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় প্রবেশ করেছে।
বুধবার (০১ অক্টোবর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ফ্লোটিলা বর্তমানে এমন এলাকায় প্রবেশ করেছে, যেখানে পূর্ববর্তী ত্রাণ মিশনগুলো ইসরায়েলের হামলা ও বাধার মুখে পড়েছিল। এ অবস্থায় নতুন করে সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে।
ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টার কান জানিয়েছে, সেনাবাহিনী ও নৌ কমান্ডোরা ইতোমধ্যে যুদ্ধজাহাজ নিয়ে ফ্লোটিলার নিয়ন্ত্রণ নেয়ার প্রস্তুতি শুরু করেছে। কর্তৃপক্ষের পরিকল্পনা অনুযায়ী সব জাহাজ দখলে নেয়া হবে না; কিছু জাহাজ ডুবিয়েও দেয়া হতে পারে।
এদিকে, গাজা উপকূল থেকে প্রায় ২৭৮ কিলোমিটার দূরে পৌঁছানোর পর ইতালি তাদের মোতায়েনকৃত যুদ্ধজাহাজ সরিয়ে নিয়েছে। একইসঙ্গে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ফ্লোটিলাকে কার্যক্রম স্থগিতের আহ্বান জানিয়েছেন।
ফ্লোটিলায় থাকা মানবাধিকারকর্মীরা অভিযোগ করেছেন, সাম্প্রতিক সময়ে তাদের আশপাশে ড্রোনের তৎপরতা বেড়েছে। এর আগে ইসরায়েল নৌযানগুলোর যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত করারও চেষ্টা করেছিল।
তেলআবিব থেকে জানা গেছে, ত্রাণবাহী জাহাজ আটকানোর জন্য আশদোদ বন্দরে প্রায় ৫ শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে। সম্ভাব্য সংঘর্ষের প্রস্তুতির অংশ হিসেবে নিকটবর্তী হাসপাতালগুলোকে প্রস্তুত থাকতে নির্দেশনা দেয়া হয়েছে।