
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা অভিমুখী আন্তর্জাতিক জাহাজের বহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা মিশনের দুটি নৌযান ঘিরে ফেলেছে ইসরায়েলি দুই যুদ্ধজাহাজ। ত্রাণ কর্মসূচির আয়োজকরা জানিয়েছেন, ইসরায়েলি দুটি ‘যুদ্ধজাহাজ’ দ্রুতগতিতে এসে বহরের দুই জাহাজ আলমা ও সিরিয়াসকে ঘিরে ফেলে। এ সময় সব ধরনের নেভিগেশন ও যোগাযোগ ব্যবস্থা (কমিউনিকেশন) অচল হয়ে যায়।
এর আগে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের ওপর ইসরায়েলের নৌ অবরোধ ভাঙার উদ্দেশ্যে যাত্রা করা ৪৭টি নৌযানের বিশাল বহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ ইতোমধ্যে ভূখণ্ডটির উপকূলের খুব কাছাকাছি পৌঁছে যায়। গাজামুখী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ জানিয়েছে, জাহাজের বহর ঘেঁষে ইসরায়েলি কিছু নৌযান ‘বিপজ্জনক ও ভীতিকর আচরণ’ করছে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলেছে, আন্তর্জাতিক ওই নৌবহরের কিছু যোগাযোগ ব্যবস্থা পুনরায় সচল হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এই বিষয়ে মন্তব্যের অনুরোধে ইসরায়েলি কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে কোনও সাড়া দেননি।
গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নামের এই নৌবহরে ৪৭টিরও বেশি বেসামরিক নৌকা ও জাহাজ রয়েছে। এসব নৌযানে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৫০০ জন নাগরিক রয়েছে। তাদের মধ্যে সংসদ সদস্য, আইনজীবী, মানবাধিকারকর্মী এবং সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গও রয়েছেন।
আবা/এসআর/২৫