ফ্লোটিলার জাহাজে ইসরায়েলি জলকামানের আঘাত, যোগাযোগ বিচ্ছিন্ন

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ১০:৫১ | অনলাইন সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

ইসরায়েলি বাহিনীর জলকামানে গাজাগামী মানবিক সহায়তাবাহী একটি জাহাজে আঘাত হানার একটি ভিডিও প্রকাশ করেছে ফ্লোটিলা কর্তৃপক্ষ। এতে দেখা যায়, ‘ইউলারা’ নামের জাহাজটি রাতের বেলায় সমুদ্রপথে চলার সময় ইসরায়েলি জলকামানের লক্ষ্যবস্তু হয়।

আজ বৃহস্পতিবার ভিডিওটি সামাজিক মাধ্যমে শেয়ার করে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা জানিয়েছে, জাহাজটির সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ হয়ে গেছে এবং “অংশগ্রহণকারীদের ও ক্রুদের অবস্থা এখনো অনিশ্চিত।”

এ ঘটনাকে “নিরস্ত্র মানবিক কর্মীদের ওপর অবৈধ হামলা” বলে উল্লেখ করে আয়োজকরা জানিয়েছেন, “আমরা বিশ্বজুড়ে সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি যেন তারা অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত করে এবং তাদের অবিলম্বে মুক্তির জন্য কার্যকর পদক্ষেপ নেয়।”

এদিকে, গাজার ভেতরে, অবরুদ্ধ এই ভূখণ্ডে বসবাসকারী সাধারণ মানুষের জন্য প্রয়োজনীয় অবকাঠামো ও চলাচলের পথগুলোতেও আঘাত অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী।

বুধবার ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, তারা আল-রাশিদ উপকূলীয় সড়ক বন্ধ করার পরিকল্পনা করছে। এই সড়কটি বর্তমানে গাজা শহর (উত্তর) থেকে দক্ষিণে যাওয়ার একমাত্র সক্রিয় সড়ক, যা দিয়ে হাজার হাজার ফিলিস্তিনি ইসরায়েলের সামরিক অভিযানের কারণে উত্তর গাজা থেকে দক্ষিণে পালিয়ে যাচ্ছেন।

সূত্র: আল জাজিরা