প্রশ্ন জাতিসংঘের প্রতিনিধির

‘ফ্লোটিলা পারলে, রাষ্ট্রগুলোর নৌবাহিনী নয় কেন?’

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ১১:১৯ | অনলাইন সংস্করণ

দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণে নিযুক্ত জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রানচেস্কা আলবানিজ গাজার ওপর ইসরায়েলি নৌ অবরোধ নিয়ে প্রশ্ন তুলেছেন।

তিনি বলেন, যখন "বিশ্বের সাধারণ নাগরিকরা ছোট ও সীমিত-সুবিধাসম্পন্ন নৌযানে করে" গাজার ৬০ নটিক্যাল মাইলের (প্রায় ১১১ কিলোমিটার) মধ্যে পৌঁছাতে সক্ষম হচ্ছেন, তখন কেন শক্তিশালী নৌবাহিনী সম্পন্ন রাষ্ট্রগুলো অবরোধ ভাঙতে পারছে না?

একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে আলবানিজ প্রশ্ন তোলেন, “রাষ্ট্রগুলো কেন তাদের নৌবাহিনী দিয়ে এই অবরোধ ভাঙে না?”

তিনি আরও বলেন, “এটাই কি সেই পৃথিবী, যেখানে আমরা বাস করি? না, আমরা এটা মেনে নিচ্ছি না।”

ফ্লোটিলায় অংশ নেওয়াদের উদ্দেশে তিনি শুভকামনা জানিয়ে লেখেন, “যাও, যাও ফ্লোটিলা! নিরাপদে নৌযাত্রা করো। ঈশ্বরের হাওয়া থাকুক তোমাদের সঙ্গে।”

সূত্র: আল জাজিরা