গাজার জলসীমায় ফ্লোটিলার এক নৌযান, পথে আরও ২৩টি

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ১৩:৩৪ | অনলাইন সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

গাজার জলসীমায় পৌঁছেচে মানবিক সহায়তা বহনকারী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার একটি জাহাজ। একইসঙ্গে গাজা অভিমুখে রয়েছে আরও অন্তত ২৬টি জাহাজ। 

বৃহস্পতিবার (২ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা লাইভ ট্র্যাকার অনুযায়ী, ‘মিকেনো’ নামে ওই জাহাজ বর্তমানে গাজার জলসীমায় অবস্থান করছে। তবে সেটি ইসরায়েলি বাহিনীর হাতে পড়েছে কি না তা স্পষ্ট নয়।

এদিকে, ইসরায়েলি কমান্ডো বাহিনী নৌবহরের একাধিক জাহাজকে আটক করতে থাকায় বর্তমানে কার্যক্রমে থাকা জাহাজের সংখ্যা ২৪-এ দাঁড়িয়েছে, যাদের মধ্যে কয়েকটি গাজার জলসীমার কাছাকাছি অবস্থান করছে।

আগের প্রতিবেদনে বলা হয়েছিল, ইসরায়েলি বাধা সত্ত্বেও অন্তত ২৬টি জাহাজ গাজার উপকূলে পৌঁছানোর পথে রয়েছে। 

আল-জাজিরা জানায়, গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে এ পর্যন্ত দুই শতাধিক কর্মী-সামাজিক আন্দোলনকারীকে বন্দি করেছে ইসরায়েল। গাজার অবরোধ ভেঙে মানবিক সাহায্য পৌঁছাতে যাওয়া এই বহরে ৪০টিরও বেশি জাহাজ ছিল।