ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

গাজামুখী ফ্লোটিলার শেষ নৌযানও থামালো ইসরায়েল, কর্মীদের আটক

গাজামুখী ফ্লোটিলার শেষ নৌযানও থামালো ইসরায়েল, কর্মীদের আটক

মানবিক সহায়তা নিয়ে অবরুদ্ধ গাজা অভিমুখে যাওয়া আন্তর্জাতিক ফ্লোটিলার একমাত্র সক্রিয় নৌযানটিও আটক করেছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার সকালে ভূমধ্যসাগরের জলসীমায় ‘ম্যারিনেট’ নামের ওই নৌযানটি থামিয়ে তাতে থাকা কর্মীদের আটক করা হয়।

এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

একটি সরাসরি সম্প্রচারের (লাইভস্ট্রিম) ভিডিওতে দেখা গেছে, ইসরায়েলি সেনারা জাহাজটিতে জোরপূর্বক প্রবেশ করছে।

পোল্যান্ডের পতাকাবাহী ‘ম্যারিনেট’-এ ছয়জন ক্রু সদস্য ছিলেন বলে জানা গেছে। এটি ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র শেষ সচল জাহাজ—একসময় যার বহরে ছিল ৪৪টি নৌযান।

গাজামুখী,ফ্লোটিলা,শেষ,নৌযান,থামালো,ইসরায়েল,আটক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত