ট্রাম্পের গাজা পরিকল্পনার ২০ দফা ‘আমাদের নয়’: পাক পররাষ্ট্রমন্ত্রী
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ১৪:৩৪ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত গাজা সংকট সমাধানের ২০ দফা পরিকল্পনা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর প্রস্তাবিত খসড়ার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বলে জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
পার্লামেন্টে এক বক্তব্যে তিনি জানান, “আমি স্পষ্ট করে বলেছি—ট্রাম্প যে ২০ দফা প্রকাশ করেছেন, তা আমাদের নয়।”
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “আমাদের প্রস্তুতকৃত খসড়ায় কিছু পরিবর্তন আনা হয়েছে।”
উল্লেখ্য, গত সোমবার ট্রাম্প যে পরিকল্পনা প্রকাশ করেন, তাতে ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধের অবসান এবং যুদ্ধবিরতির ৭২ ঘণ্টার মধ্যে জীবিত ও মৃত সব জিম্মিকে ফিরিয়ে দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।
সূত্র: আল জাজিরা
