ট্রাম্পের গাজা পরিকল্পনায় যুদ্ধবিরতির ‘পথ খুঁজছে’ ইসরায়েল-হামাস
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ১০:৪৭ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

গাজার চলমান যুদ্ধ থেকে বেরিয়ে আসার সম্ভাব্য একটি পথ হিসেবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনাকে দেখছে ইসরায়েল ও হামাস—এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক গোয়েন্দা কর্মকর্তা গ্লেন কার্ল।
তিনি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, যুদ্ধবিরতির এই পরিকল্পনাটিতে এমন কিছু দিক রয়েছে, যেগুলোকে উভয় পক্ষ নিজেদের স্বার্থে ব্যাখ্যা করার সুযোগ পাচ্ছে।
গ্লেন কার্ল বলেন, “দুই পক্ষই একটি অচলাবস্থার মধ্যে রয়েছে। তবে তাদের বক্তব্যগুলো বিশ্লেষণ করলে বোঝা যায়, তারা যুদ্ধবিরতির প্রস্তাবে এমনভাবে মত দিচ্ছে যাতে প্রয়োজনে নিজেদের কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্যও ‘ছাড়ের জায়গা’ রেখে দিতে পারে।”
তবে সাবেক এই গোয়েন্দা কর্মকর্তা যুদ্ধবিরতিকে সামগ্রিকভাবে ইতিবাচক পদক্ষেপ হিসেবেই দেখছেন। তাঁর ভাষ্য, “আমি মনে করি এটি একটি প্রক্রিয়াধীন সফলতা—যা লড়াই বন্ধ করবে, আর সেটাই একটি অগ্রগতি। এটি ফিলিস্তিনিদের অবস্থাও কিছুটা সহজ করবে। যদিও উভয় পক্ষই নিজেদের বক্তব্যে অনেকটা কৌশলী অবস্থান নিয়েছে।”
হামাসের বর্তমান পরিস্থিতি নিয়ে কার্ল বলেন, “হামাস এখন চাপে রয়েছে। জিম্মিদের মুক্তি দেওয়া ছাড়া তাদের হাতে তেমন কোনো পথ নেই। তারা সেটি করছে কিছুটা চাপ কমাতে এবং অস্তিত্ব রক্ষা করতে।”
গ্লেন কার্ল আরও বলেন, “এখন এমন বাস্তবতা তৈরি হয়েছে যেখানে হোয়াইট হাউস নেতানিয়াহুর ওপর চাপ দিচ্ছে, আর হামাসও কঠিন পরিস্থিতিতে রয়েছে। ফলে উভয় পক্ষের স্বল্পমেয়াদি স্বার্থেই এই মুহূর্তে যুদ্ধ বন্ধ করা যৌক্তিক বলে মনে করছে তারা।”
