ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে গাজায় ইসরায়েলের হামলা, নিহত ২০
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ১৭:১১ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোমাবর্ষণ বন্ধের নির্দেশনা উপেক্ষা করে ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। গাজার হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন, ফজরের পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন।
শনিবার (৪ অক্টোবর) বিকেলে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গাজায় ইসরায়েলি হামলা ও নিহতের সংখ্যা বাড়ছে, যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে গাজায় বোমাবর্ষণ বন্ধ করার নির্দেশ দিয়েছেন। এই নির্দেশের পরই হামাস গাজায় যুদ্ধ শেষের ২০ দফা পরিকল্পনার আংশিক গ্রহণের ঘোষণা দিয়েছিল।
গাজার সিভিল ডিফেন্স এজেন্সি জানায়, ট্রাম্পের বোমাবর্ষণ বন্ধ করার আহ্বানের পরেও গাজা সিটির ওপর ডজনের বেশি বিমান ও আর্টিলারি হামলা চালিয়েছে ইসরায়েল।
সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল এএফপিকে বলেছেন, “গত রাত ছিল অত্যন্ত সহিংস। গাজা সিটি ও অন্যান্য এলাকায় ডজনের বেশি বিমান হামলা এবং আর্টিলারি শেলিং চালানো হয়, প্রেসিডেন্ট ট্রাম্পের বোমাবর্ষণ বন্ধের আহ্বানের পরেও।” তিনি আরও বলেন, রাতভর হামলায় ২০টি বাড়ি ধ্বংস হয়েছে।
গাজা সিটির ব্যাপ্টিস্ট হাসপাতালের এক বিবৃতিতে বলা হয়েছে, শহরের তুফ্ফা এলাকায় এক বাড়িতে হামলায় আহত ও নিহতদের চিকিৎসা দেওয়া হয়েছে, যেখানে চারজনের মৃত্যু হয়েছে এবং আরও অনেক আহত হয়েছে।
খান ইউনিসের নাসের হাসপাতাল জানায়, গাজার শরণার্থী শিবিরের একটি তাঁবুতে ড্রোন হামলায় দুই শিশু নিহত ও আটজন আহত হয়েছেন।
প্যালেস্টাইন স্বাস্থ্য মন্ত্রণালয়ের গাজার শাখার এক বিবৃতিতে বলা হয়েছে, গত এক দিনে ইসরায়েলি হামলায় ২৬৫ জন আহত হয়েছেন।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ৭ অক্টোবর ২০২৩ থেকে এখন পর্যন্ত গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে ৬৭,০৭৪ এবং আহত ১,৬৯,৪৩০ জনে পৌঁছেছে।
তবে প্রকৃত মৃতের সংখ্যা আরও অনেক বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ গাজা জুড়ে বিস্ফোরণে ধ্বংস হওয়া ভবনের মলাটের নিচে হাজার হাজার মরদেহ চাপা পড়ে রয়েছে।
