৯টি নৌযান এখনও গাজা অভিমুখে এগিয়ে যাচ্ছে: শহিদুল আলম

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ১৭:৩৭ | অনলাইন সংস্করণ

  আলোকিত ডেস্ক

ইসরায়েলের রক্তচক্ষু উপেক্ষা করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার দিকে এগিয়ে যাচ্ছে কনশানস নৌযান; এতে প্রখ্যাত বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলমও রয়েছেন। তিনি জানান, কনশানস দ্রুতগতির হওয়ায় সামনে থাকা আটটি নৌযানের কাছে পৌঁছাতে পেরেছে এবং পরে গতি ধীর করে মোট ৯টি নৌযান একসঙ্গে গাজা অভিমুখে এগিয়ে যাচ্ছে।

শনিবার (৪ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুক পেজে এক পোস্টে শহিদুল আলম জানান, ‘থাউজেন্ড ম্যাডলিনস একটি অসাধারণ ধারণা। জাতিগত নিধন ঠেকাতে বিশ্বনেতাদের পুরোপুরি নিষ্ক্রিয়তা ও কপট ভূমিকার কারণে বিশ্বের মানুষ নিজেই পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। হাজারো জাহাজের ধারণাটি প্রতীকী, তবে এভাবে একত্রিত হওয়া নিঃসন্দেহে সমুদ্রযানের সবচেয়ে বড় বহর।’

তিনি আরও উল্লেখ করেছেন, কনশানস এই বহরে অংশ নেওয়া সবচেয়ে বড় জাহাজ। এটি ৩০ সেপ্টেম্বর ইতালি থেকে রওনা হলেও ২ অক্টোবরের মধ্যে সুমুদ ফ্লোটিলারসহ আগের কয়েকটি জাহাজ আইডিএফ (ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী) দ্বারা আটক করা হয়। প্রথমে ধরা পড়েনি এমন একটি জাহাজও পরে আটক করা হয়েছে। কনশানস যাওয়ার ঠিক আগে আরও আটটি নৌকা রওনা দিয়েছিল; এছাড়া ফ্লোটিং ফ্রিডম কোয়ালিশনের আরও দুটি নৌকা আছে, যদিও সেগুলোর বর্তমান অবস্থান নিশ্চিত নয়।

গাজার অবরোধ ভাঙার দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করে শহিদুল আলম লিখেছেন, ‘আমরা কনশানসে থাকা সবাই অবরোধ ভাঙতে বদ্ধপরিকর। যদি তারা (ইসরায়েলি কর্তৃপক্ষ) আমাদের আটকায়, তখন অন্যরা এগিয়ে আসবে। কোনো অত্যাচারী কখনো জনগণের শক্তির বিরুদ্ধে জয়ী হতে পারেনি। ইসরায়েলও ব্যর্থ হবে। ফিলিস্তিন মুক্ত হবে।’