ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

গাজায় ইসরায়েলি হামলায় নারী-শিশুসহ নিহত আরও ৭০

গাজায় ইসরায়েলি হামলায় নারী-শিশুসহ নিহত আরও ৭০

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে গাজায় ফের ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। ইসরায়েলের এই বোমা ও বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ৭০ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার চিকিৎসা কর্তৃপক্ষ।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, গাজার উত্তরাঞ্চলে দুর্ভিক্ষে বিপর্যস্ত গাজা সিটিতে হামলার তীব্রতা ছিল সবচেয়ে বেশি। সেখানে অন্তত ৪৫ জন নিহত হয়েছেন। তুফফাহ এলাকায় একটি আবাসিক বাড়িতে ইসরায়েলি হামলায় ১৮ জন প্রাণ হারান এবং আশপাশের কয়েকটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়।

হামাস আন্তর্জাতিক সম্প্রদায়, আরব ও ইসলামি দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে, তারা যেন আইনগত ও মানবিক দায়িত্ব পালন করে ফিলিস্তিনিদের সুরক্ষা নিশ্চিত করে, ত্রাণ সহায়তা জোরদার করে এবং দুই বছর ধরে চলা “নিধনযজ্ঞ” ও গণঅনাহার বন্ধে ইসরায়েলের ওপর চাপ বাড়ায়।

গাজার গণমাধ্যম কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী শনিবার ৯৩টি বিমান হামলা চালিয়েছে, যাতে ৭০ জন নিহত হন। এর মধ্যে শুধু গাজা সিটিতেই ৪৭ জনের মৃত্যু হয়েছে।

এর আগে, গত শুক্রবার ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ একাধিক পোস্টে দ্রুত বন্দি বিনিময় ও যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের আহ্বান জানান। তিনি জানান, ইসরায়েল একটি প্রাথমিক ‘প্রত্যাহার লাইন’-এ রাজি হয়েছে এবং হামাসও ট্রাম্পের ২০ দফা প্রস্তাবের কিছু গুরুত্বপূর্ণ অংশ মেনে নিয়েছে।

এই প্রস্তাবের প্রথম ধাপে প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দির বিনিময়ে সব ইসরায়েলি বন্দিকে ফেরত দেওয়ার কথা বলা হয়েছে। তবে হামাস এখনো নিরস্ত্রীকরণ প্রসঙ্গে কোনো স্পষ্ট জবাব দেয়নি।

আবা/এসআর/২৫

গাজা,নিহত,হামলা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত