ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ধ্বংসস্তূপের নিচেই ভারতকে কবর দেওয়া হবে: খাজা আসিফ

ধ্বংসস্তূপের নিচেই ভারতকে কবর দেওয়া হবে: খাজা আসিফ

ভারতের সামরিক ও রাজনৈতিক স্তরের উসকানিমূলক মন্তব্যের জবাবে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, এবার যদি সংঘাত শুরু হয় তবে ভারতের যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের নিচেই তাদের কবর দেওয়া হবে। তার এ মন্তব্যে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ঝুঁকি আরও বাড়ার আশঙ্কা চলছে।

জিও নিউজের এক প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, রোববার ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে খাজা আসিফ লিখেছেন, “এইবার ভারতকে তাদেরই যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের নিচে কবর দেওয়া হবে, ইনশাআল্লাহ।”

তিনি ভারতের সামরিক ও রাজনৈতিক নেতাদের সাম্প্রতিক মন্তব্যগুলোকে তাদের ব্যর্থতা ও চাপের প্রতিফলন হিসেবে আখ্যায়িত করেছেন এবং বলেছেন, “এমন ৬–০ পরাজয়ের পর যদি তারা আবারও চেষ্টা করে, পাকিস্তানের স্কোর আরও ভালোই হবে।”

আসিফ এক্স একাউন্টে লিখেছেন, “ভারতের সেনাবাহিনী এবং রাজনৈতিক নেতৃত্বের বক্তব্য তাদের ক্ষতিগ্রস্ত সুনাম পুনরুদ্ধারের ব্যর্থ প্রচেষ্টা।”

তিনি আরও যোগ করেন, “ভারতের জনগণ সরকার বিরোধী হয়ে গিয়েছে, এবং মোদি ও তার দল যে সুনাম হারিয়েছে, তা তাদের বক্তব্যে স্পষ্ট।”

তিনি আরও বলেছেন, “এইবার, আল্লাহ ইচ্ছা করলে, ভারতের যুদ্ধবিমানগুলির ধ্বংসাবশেষের নিচে তারা বিলীন হবে।”

এদিকে আসিফের মন্তব্য আসে এমন এক দিনে যখন পাকিস্তানি সেনাবাহিনী সতর্ক করে বলেছে যে ভারতের সঙ্গে ভবিষ্যতের কোনো সংঘাত “প্রচণ্ড ধ্বংস” ডেকে আনতে পারে এবং পাকিস্তান “কোনও দ্বিধা বা সীমাবদ্ধতা ছাড়াই দৃঢ় প্রতিক্রিয়া দেখাবে।”

পাকিস্তানের ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এই বিবৃতিতে উল্লেখ করেছে, “ভারতের প্রতিরক্ষা মন্ত্রী ও সেনা ও বিমান প্রধানদের উসকানিমূলক মন্তব্যের প্রেক্ষিতে আমরা সতর্ক করছি যে, ভবিষ্যতের সংঘাত প্রচণ্ড ধ্বংস ডেকে আনতে পারে। নতুন শত্রুতা শুরু হলে পাকিস্তান পিছিয়ে থাকবে না।”

ভারতের সেনা প্রধান জেনারেল উপেন্দ্রা দ্বিবেদী পাকিস্তানকে সতর্ক করেছেন যে, যদি তারা রাষ্ট্র-সমর্থিত সন্ত্রাস বন্ধ না করে, তবে তাদের “মানচিত্রে থাকা স্থিতি” ঝুঁকিতে পড়বে। একই দিনে ভারতীয় বিমান বাহিনী প্রধান অমর প্রীত সিং দাবি করেন যে, মে মাসে সংঘটিত উত্তেজনার সময় ভারতের পক্ষ পাকিস্তানের পাঁচটি যুদ্ধবিমান ধ্বংস করেছে।

আইএসপিআর আরও উল্লেখ করেছে, “ভারতের নিরাপত্তা প্রতিষ্ঠানের উচ্চতম পর্যায় থেকে আসা বিভ্রান্তিকর, উসকানিমূলক ও জঙ্গিবাদী বক্তব্য আমাদের গভীর উদ্বেগের বিষয়।” তারা সতর্ক করেছেন যে, এমন “দায়িত্বহীন মন্তব্য” আগ্রাসনের অজুহাত তৈরি করতে পারে, যা দক্ষিণ এশিয়ার শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুতর পরিণতি ডেকে আনতে পারে।

খাজা আসিফ,ভারতকে কবর দেওয়া হবে,ধ্বংসস্তূপের নিচে
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত