দার্জিলিংয়ে ভারী বৃষ্টি ও ভূমিধস: নিহত ১৪, বন্ধ পর্যটন স্পট

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ১৫:৩১ | অনলাইন সংস্করণ

ভারী বর্ষণ ও ভূমিধসের কবলে পড়ে বিপর্যস্ত হয়ে উঠেছে উত্তর ভারতের দার্জিলিং জেলা। মিরিক ও সুখিয়াপোখরিতে অন্তত ১৪ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে, আহত ও নিখোঁজ রয়েছেন আরও অনেকে।

স্থানীয় কর্তৃপক্ষ এবং উদ্ধারকারী দল সক্রিয়ভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে, তবে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

ভারী বৃষ্টির কারণে পশ্চিমবঙ্গ ও সিকিমের মধ্যে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। দার্জিলিং-শিলিগুড়ি প্রধান সড়কও বন্ধ রয়েছে।

এছাড়া জলপাইগুড়ি, শিলিগুড়ি ও কোচবিহারেও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ) সকল পর্যটনকেন্দ্র, টয় ট্রেন সার্ভিস, টাইগার হিল ও রক গার্ডেনসহ দর্শনীয় স্থান সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে।

ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি) শনিবার রাতে ছয়টি জেলায় রেড অ্যালার্ট এবং পরে অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত ভারী বৃষ্টিপাত চলবে। স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

পশ্চিমবঙ্গের বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, “দার্জিলিং, কালিম্পং ও কুরসিয়ং অঞ্চলে ভূমিধস ও বন্যার কারণে যোগাযোগ ব্যবস্থা প্রায় পুরোপুরি বিচ্ছিন্ন। ক্ষতিগ্রস্ত এলাকায় খাদ্য, পানি, ওষুধ ও অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা জরুরি।” তিনি দ্রুত ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদার করার আহ্বান জানিয়েছেন।