পদত্যাগ করলেন ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী লেকোর্নু
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ১৪:৪৬ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

মন্ত্রিসভার গঠন নিয়ে তীব্র সমালোচনার মুখে পদত্যাগ করলেন ফ্রান্সের নবনিযুক্ত প্রধানমন্ত্রী সেবাস্তিয়েন লেকোর্নু। দায়িত্ব নেওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই পদ ছাড়লেন তিনি। তার এই পদত্যাগ দেশটির চলমান রাজনৈতিক সংকটকে আরও ঘনীভূত করেছে।
সোমবার (৬ অক্টোবর) এক বিবৃতিতে ফরাসি প্রেসিডেন্টের দপ্তর জানায়, প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ তার ঘনিষ্ঠ এই মিত্রের পদত্যাগ গ্রহণ করেছেন।
প্রায় এক মাস আগে দায়িত্ব নেওয়া লেকোর্নু রোববার সন্ধ্যায় তার মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করেন। সোমবার বিকেলে ছিল মন্ত্রিসভার প্রথম বৈঠকের নির্ধারিত সময়। তবে ঘোষিত মন্ত্রিসভার তালিকা নিয়ে বিরোধী দল ও জোটের মিত্র—দুই পক্ষ থেকেই তীব্র অসন্তোষ দেখা দেয়।
সাবেক প্রতিরক্ষামন্ত্রী সেবাস্তিয়েন লেকোর্নু ছিলেন প্রেসিডেন্ট ম্যাক্রোঁর দুই বছরে পঞ্চম প্রধানমন্ত্রী।
সূত্র: আল জাজিরা
