যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই গাজায় হামলা, নিহত আরও ১০

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ০৭:২২ | অনলাইন সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

যু্ক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা যুদ্ধ সমাপ্তির প্রস্তাব নিয়ে মিশরীয় মধ্যস্থতাকারীদের মাধ্যমে হামাস এবং ইসরায়েলের আলোচকরা পরোক্ষ আলোচনায় অংশ নিয়েছেন। তবে এ আলোচনার মধ্যেই সোমবার গাজায় ইসরায়েলের হামলায় আরও ১০ জন নিহত হয়েছেন, যার মধ্যে তিনজন মানবিক সহায়তা খুঁজছিলেন।

শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্প আলোচনার জন্য ইসরায়েলকে ফিলিস্তিনি ভূখণ্ডে বোমা হামলা বন্ধ করতে বললেও হামলা অব্যাহত থাকায়, সোমবারের এই মৃত্যুর ঘটনায় শুক্রবার থেকে ইসরায়েলি হামলায় মোট নিহতের সংখ্যা ১০৪-এ পৌঁছালো।

মিসরের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত সংবাদমাধ্যম আল-কাহেরা নিউজ জানিয়েছে, সোমবার লোহিত সাগরের অবকাশযাপন কেন্দ্র শারম এল-শেইখে সমবেত প্রতিনিধিদলগুলো মার্কিন পরিকল্পনা অনুযায়ী ‘আটক ও বন্দীদের মুক্তির জন্য মাঠপর্যায়ের পরিস্থিতি প্রস্তুত করার বিষয়ে আলোচনা করছে।’

সংবাদমাধ্যমটি আরও জানায়, ‘মিসরীয় এবং কাতারি মধ্যস্থতাকারীরা এই বিনিময়ের জন্য একটি প্রক্রিয়া স্থাপনে উভয় পক্ষের সঙ্গে কাজ করছেন।’

আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট একজন ফিলিস্তিনি কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, প্রথম দফার আলোচনা সোমবার গভীর রাতে শেষ হয়েছে এবং মঙ্গলবার আরও আলোচনার কথা রয়েছে।

এই আলোচনাটি ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলা এবং গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরুর দ্বিতীয় বার্ষিকীর প্রাক্কালে হচ্ছে। এই সংঘাত গাজায় হাজার হাজার মানুষের জীবন কেড়ে নিয়েছে, তাই এই আলোচনা সংঘাতের দ্রুত অবসানের আশা জাগিয়েছে।

 

আবা/এসআর/২৫