পদার্থে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের তিন বিজ্ঞানী
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ১৬:১৫ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

চলতি বছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার জিতেছেন যুক্তরাষ্ট্রের তিন বিজ্ঞানী। তারা হলেন—জন ক্লার্ক, মিশেল এইচ. দেভোরে এবং জন এম. মার্টিনিস।
বাংলাদেশ সময় মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেল ৩টা ৪৫ মিনিটে সুইডেনের স্টকহোমে পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম প্রকাশ করে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস।
প্রতিষ্ঠানটি জানায়, বৈদ্যুতিক সার্কিটে ‘ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং’ এবং ‘এনার্জি কোয়ান্টাইজেশন’-এর যুগান্তকারী আবিষ্কারের স্বীকৃতি হিসেবে এ বছর এই তিন বিজ্ঞানীকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়েছে।
এই গবেষণা কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। ধারণা করা হচ্ছে, ভবিষ্যতের কোয়ান্টাম কম্পিউটারসহ আধুনিক প্রযুক্তিতে এটি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।
নোবেল বিজয়ীরা পাবেন একটি করে নোবেল মেডেল, একটি সনদপত্র এবং ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা অর্থমূল্যের পুরস্কার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ কোটি ২০ লাখ টাকা। যদি কোনো বিভাগে একাধিক বিজয়ী থাকেন, তবে অর্থের পরিমাণ সমানভাবে ভাগ করে দেওয়া হবে।
নোবেল পুরস্কারের মনোনয়ন প্রক্রিয়া সবসময়ই গোপনীয় থাকে। এবারও পুরস্কার ঘোষণার আগে মনোনীত ব্যক্তি বা সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়নি। সম্পূর্ণ প্রক্রিয়া অত্যন্ত গোপনীয়তার মধ্যেই সম্পন্ন করেছে নোবেল কমিটি।
প্রতি বছর অক্টোবরের প্রথম সোমবার থেকে নোবেল ঘোষণার এই পর্ব শুরু হয়। নোবেল প্রাইজ ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এ বছর ৬ অক্টোবর চিকিৎসাশাস্ত্রে বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছে। ৭ অক্টোবর পদার্থবিজ্ঞান, ৮ অক্টোবর রসায়ন, ৯ অক্টোবর সাহিত্য এবং ১০ অক্টোবর শান্তিতে নোবেল জয়ীর নাম প্রকাশ করা হবে, যা এই পুরস্কারের সবচেয়ে আলোচিত বিভাগ হিসেবে বিবেচিত। সবশেষে, ১৩ অক্টোবর অর্থনীতিতে বিজয়ীর নাম ঘোষণার মধ্য দিয়ে শেষ হবে এ বছরের নোবেল পুরস্কার ঘোষণা।
