ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ভারতে ভূমিধসে চাপা পড়ে ১৮ বাসযাত্রীর মৃত্যু

ভারতে ভূমিধসে চাপা পড়ে ১৮ বাসযাত্রীর মৃত্যু

ভারতের হিমাচল প্রদেশে অতিবৃষ্টিতে ভয়াবহ ভূমিধসের সৃষ্টি হয়েছে। ভূমিধসের কারণে ধ্বংসস্তূপের নিচে একটি যাত্রীবাহী বাস চাপা পড়ে এখন পর্যন্ত অন্তত ১৮ জন নিহত হয়েছেন। বাসের ভেতরে আরও অনেকে আটকে থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে রাজ্যের বিলাসপুরে ঝাণ্ডুত্তা বিধানসভা এলাকার ভালুঘাট এলাকার ভাল্লু সেতুর কাছে এই দুর্ঘটনাটি ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, প্রায় ৩০ থেকে ৩৫ জন যাত্রী নিয়ে বাসটি হরিয়ানার রোহতক থেকে বিলাসপুরের কাছে ঘুমারিনের দিকে যাচ্ছিল। পথে প্রবল বৃষ্টির কারণে পাহাড়ের বড় বড় পাথর বাসের ওপর আছড়ে পড়ে। বাসটির ওপর এত পাথর পড়েছে যে এটি পুরোপুরি চ্যাপ্টা হয়ে গেছে।

স্থানীয় প্রশাসন, পুলিশ এবং রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (এসডিআরএফ) উদ্ধারকাজ চালানোর জন্য ঘটনাস্থলে ছুটে যায়, এখনো পর্যন্ত উদ্ধারকাজ অব্যাহত ছিল।

কর্মকর্তারা জানিয়েছেন, আজ মঙ্গলবার বিলাসপুরে ১২ দশমিক ৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এরফলে অনেক জায়গায় ভূমিধসের ঘটনা ঘটেছে।

আবা/এসআর/২৫

ভারত,ভূমিধস,মৃত্যু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত