ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

যুদ্ধবিরতি ঘোষণার পরও গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী

যুদ্ধবিরতি ঘোষণার পরও গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী

যুদ্ধবিরতি ঘোষণার পরও ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, আল জাজিরা আরবির সহকর্মীদের বরাতে জানা গেছে, ইসরায়েলি যুদ্ধবিমান গাজা শহরের পশ্চিমাঞ্চলে বোমা বর্ষণ করেছে এবং শাতি শরণার্থী শিবিরে অন্তত একটি বাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছে।

এছাড়া, গাজা শহরের দক্ষিণে সাবরা এলাকায় বসতবাড়ির কাছে বিস্ফোরকবোঝাই একটি সাঁজোয়া যান ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী।

তবে, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে, বুধবার রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তাঁর ২০ দফা শান্তি পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নে রাজি হয়েছে হামাস ও ইসরায়েল।

তিনি বলেন, ‘আমি অত্যন্ত গর্বের সঙ্গে ঘোষণা করছি যে ইসরায়েল ও হামাস—উভয়ই আমাদের শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ের বাস্তবায়নের ব্যাপারে সম্মত হয়েছে।’

যুদ্ধবিরতি,ঘোষণার,গাজা,হামলা,ইসরায়েল,বাহিনী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত