গাজা চুক্তির আওতায় মুক্তি পাবে প্রায় ২ হাজার ফিলিস্তিনি বন্দি

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ১৩:৩৬ | অনলাইন সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

গাজা চুক্তির আওতায় ইসরায়েলের কারাগারে আটক প্রায় ২,০০০ ফিলিস্তিনি মুক্তি পেতে পারেন, যাদের মধ্যে ২৫০ জন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত। এর বিপরীতে হামাস ২০ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা চুক্তির আওতায় ইসরায়েলি বন্দিদের মুক্তি দেওয়া হবে। ধারণা করা হচ্ছে, বেঁচে থাকা প্রায় ২০ জন বন্দিকে প্রথমে মুক্তি দেওয়া হবে। এরপর ধাপে ধাপে নিহত ইসরায়েলি বন্দিদের মরদেহ হস্তান্তর করা হবে। এরপর ইসরায়েল মুক্তি দেবে প্রায় ১,৯৫০ জন ফিলিস্তিনি বন্দিকে—যাদের মধ্যে ২৫০ জন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত।

চুক্তির অন্যান্য অংশ—যেমন হামাসের নিরস্ত্রীকরণ, এটি কীভাবে এবং কখন বাস্তবায়ন হবে—তা এখনো পরিষ্কার নয়।

আল জাজিরার সাংবাদিক আ-সেদ বেগ জানান, আমরা জানতে পেরেছি, ইসরায়েল গাজার একটি নির্ধারিত সীমানা পর্যন্ত সরে যাবে, যা একটি বড় পরিসরের প্রত্যাহারের অংশ হিসেবে বিবেচিত।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, কাতারসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে বিষয়টি ঘিরে সতর্ক আশাবাদ লক্ষ্য করা যাচ্ছে। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে—ইসরায়েল কি ফের যুদ্ধ শুরু করবে না? বন্দিদের মুক্তির পর গাজায় আবারও কি গণহত্যায় লিপ্ত হবে না? তাদের থামাবে কে?

এই নিশ্চয়তা মূলত যুক্তরাষ্ট্র এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।