
২০২৫ সালের সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন হাঙ্গেরির খ্যাতনামা ঔপন্যাসিক ও চিত্রনাট্যকার লাস্লো ক্রাস্নাহর্কাই।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে সুইডেনের স্টকহোমে এক আনুষ্ঠানিক ঘোষণায় দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস এ বছরের সাহিত্যে নোবেলজয়ীর নাম প্রকাশ করে।
পুরস্কার ঘোষণায় বলা হয়, “মহাপ্রলয়ের আতঙ্কঘন প্রেক্ষাপটে যিনি শিল্পের শক্তিকে নতুনভাবে প্রতিষ্ঠিত করেছেন, এমন এক বিস্ময়কর ও দূরদর্শী সাহিত্যকর্মের জন্য” তাকে এই সম্মান দেওয়া হয়েছে।
ক্রাস্নাহর্কাইয়ের বিখ্যাত উপন্যাসগুলোর মধ্যে রয়েছে ‘সাতানতাঙ্গো’ ও ‘দ্য মেলানকোলি অব রেজিস্ট্যান্স’, যেগুলো হাঙ্গেরির খ্যাতনামা পরিচালক বেলা তার চলচ্চিত্রে রূপ দিয়েছেন।
এই পুরস্কারের মাধ্যমে তিনি আর্নেস্ট হেমিংওয়ে, টোনি মরিসন, ও কাজুয়ো ইশিগুরো-র মতো নন্দিত সাহিত্যিকদের মর্যাদাসম্পন্ন তালিকায় নিজের স্থান করে নিলেন।
এর আগে, ২০২৪ সালে সাহিত্যে নোবেল পেয়েছিলেন দক্ষিণ কোরিয়ার লেখিকা হান কাং। তাকে পুরস্কৃত করা হয়েছিল তার “গভীর, কবিতার মতো গদ্যরচনার জন্য, যা ঐতিহাসিক ট্রমাকে সামনে আনে এবং মানব জীবনের ভঙ্গুরতাকে প্রকাশ করে।” তিনি ছিলেন প্রথম দক্ষিণ কোরিয়ান লেখক এবং সাহিত্যে নোবেলজয়ী ১৮তম নারী।