ট্রাম্প নয়, শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার মাচাদো

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ১৫:৩৩ | অনলাইন সংস্করণ

চলতি বছরের শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার গণতন্ত্রকামী নেতা মারিয়া কোরিনা মাচাদো।

শুক্রবার (১০ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর ৩টায় নরওয়ের রাজধানী অসলো থেকে এ ঘোষণা দেয় নোবেল কমিটি।

ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় তার নিরলস ও সাহসী প্রচেষ্টার জন্য এই পুরস্কার দেওয়া হয়েছে বলে জানায় নরওয়েজিয়ান নোবেল কমিটি।

এক বিবৃতিতে কমিটি জানিয়েছে, “২০২৫ সালের শান্তি পুরস্কার যাচ্ছে এমন এক সাহসী ও নিবেদিতপ্রাণ নেত্রীর কাছে, যিনি ক্রমবর্ধমান অন্ধকারের মধ্যেও গণতন্ত্রের শিখা জ্বালিয়ে রেখেছেন।”

মাচাদো ভেনেজুয়েলার ‘ডেমোক্র্যাটিক ফোর্সেস’-এর নেতা। নোবেল কমিটির ভাষায়, তিনি লাতিন আমেরিকার নাগরিক সাহসিকতার এক অসাধারণ উদাহরণ।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এ বছর শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন জমা পড়েছিল মোট ৩৩৮টি। এর মধ্যে ২৪৪ জন ব্যক্তি ও ৯৪টি প্রতিষ্ঠান বা সংগঠন মনোনীত হয়।

গত বছর এই পুরস্কার পেয়েছিল জাপানি সংগঠন নিহন হিদানকিও, যারা পারমাণবিক বোমা হামলার শিকার মানুষদের প্রতিনিধিত্ব করে এবং বিশ্ব থেকে পারমাণবিক অস্ত্র নির্মূলের আন্দোলন চালিয়ে যাচ্ছে।