ট্রাম্প কেন নোবেল পেলেন না, যা জানালো কমিটি

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ১৭:০৯ | অনলাইন সংস্করণ

চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার এলো ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদোকে। এদিকে এবারের নোবেলকে কেন্দ্র করে টানা আলোচনায় ছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প; নিজেও প্রকাশ্যে একাধিকবার নোবেলের বিষয় উল্লেখ করেছেন এবং অনেকেই প্রশ্ন তুলেছিলেন কেন তিনি পুরস্কার পাননি।

মাচাদো নোবেলজয়ীর পর এক সাংবাদিক নোবেল কমিটিকে জানতে চান, ট্রাম্পকে নোবেল দিতে যে ধরনের চাপ পড়েছিল—ট্রাম্পের নিজস্ব দাবী ও বিশ্বের বিভিন্ন স্থানের সমর্থকরা যে প্রচার-প্রচেষ্টা চালিয়েছেন—তবে কি সেটি কমিটির সিদ্ধান্তে কোনো প্রভাব ফেলেছে কি না।

নোবেল শান্তি কমিটির চেয়ারম্যান জোর্গেন ওয়াটনে ফ্রায়ডেন্স জবাবে বলেন, দীর্ঘ ইতিহাসে নোবেল কমিটি বহুবার এ রকম প্রচারণা ও মিডিয়ার উত্তেজনার মুখোমুখি হয়েছে, তবে তাদের কাজ অলফ্রেড নোবেলের উইলে নির্ধারিত নিয়মই অনুসরণ করা এবং পুরস্কার দেওয়া হয় কেবল প্রার্থীর কাজের ভিত্তিতে।

তিনি যোগ করেন, প্রতি বছর নোবেল কমিটির কাছে হাজারখানেক নামজদি ও চিঠি আসে, কিন্তু তা পুরস্কারের মানদণ্ড পরিবর্তন করে না।

ট্রাম্প নিজে নোবেল নিয়ে সাম্প্রতিক সময়ে দাবি করেছেন যে তিনি বিশ্বব্যাপী আটটি যুদ্ধ বন্ধ করেছেন এবং এ কারণেই তার নোবেল পাওয়া উচিত ছিল। তিনি অতীতে বারবার বর্তমান ও অতীত নেতাদের নোবেল নিয়ে সমালোচনা করেছেন; নোবেলের জয়ের পরও ট্রাম্প বলেন, “ওবামা কিছু না করে নোবেল পেয়েছিলেন” এবং নিজে তিনি বহু মানুষের জীবন রক্ষা করেছেন—যার ওপর ভিত্তি করে নোবেল হওয়া উচিৎ ছিল।

তবে নোবেল কমিটির বক্তব্য পরিষ্কার করেছে যে তারা কোনো বাইরের চাপ বা জনমতকে নীতিনির্ধারণে খাটাবে না; সিদ্ধান্ত হবে কেবল পুরস্কারপ্রার্থীর অর্জিত কাজ ও অলফ্রেড নোবেলের উইলের মানদণ্ডের আলোকে। সূত্র: বিবিসি