যুক্তরাষ্ট্রে বিস্ফোরক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ০৮:৪৯ | অনলাইন সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি রাজ্যে একটি সামরিক বিস্ফোরক তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ফলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বহু মানুষ হতাহত হয়েছেন। এখনো অনেকে নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।

শুক্রবার (১০ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৮টার কিছু আগে মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসির বক্সনোর্ট নিকটবর্তী একটি সামরিক-বিস্ফোরক কারখানায় এ ঘটনা ঘটে।

ভয়াবহ এ বিস্ফোরণে আশপাশের ঘর-বাড়ি কেঁপে ওঠে এবং দুর্ঘটনার স্থান থেকে ব্যাপক ধোঁয়া ও আগুনের শিখা দেখা যায়। বিস্ফোরণের শব্দ শোনা গেছে কয়েকমাইল দূর থেকেও। এ ঘটনায় অন্তত ১৯ জন নিখোঁজ থাকার কথা জানানো হয়েছে। খবর বিবিসির।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণের পর উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করলেও, আরও বিস্ফোরণ হওয়ায় তারা সেখানে প্রবেশ করতে পারেনি। এ কারণে হতাহতের সংখ্যা নিশ্চিত করা সম্ভব হয়নি। অনেক বাসিন্দা তাদের নিরাপত্তা ক্যামেরায় বিস্ফোরণের শব্দ রেকর্ড করেছেন।

বিমান থেকে তোলা ঘটনাস্থলের ভিডিওতে ধ্বংসাবশেষ, দুমড়ে মুচড়ে যাওয়া গড়ি এবং কারখানাটির অবশিষ্ট অংশ দেখা গেছে।

স্থানীয় গণমাধ্যমের খবরে ১৯ জন নিখোঁজ থাকার কথা জানানো হয়েছে। বড় বিস্ফোরণের পর ধারাবাহিকভাবে ছোট ছোট বিস্ফোরণের কারণে উদ্ধারকর্মীরা দীর্ঘ সময় ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

 

আবা/এসআর/২৫