ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

লেবাননে ইসরায়েলের বিমান হামলায় নিহত ১, আহত ৭

লেবাননে ইসরায়েলের বিমান হামলায় নিহত ১, আহত ৭
ফাইল ছবি

দক্ষিণ লেবনের মুসাইলেহ গ্রামে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দখলদার বাহিনীর এই সর্বশেষ হামলায় একজন নিহত ও সাতজন আহত হয়েছেন বলে জানিয়েছে লেবানের স্বাস্থ্য মন্ত্রণালয়।

শনিবার (১১ অক্টোবর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ভোররাতের আগে চালানো ওই হামলায় একটি ভারী যন্ত্রপাতি বিক্রির স্থাপনা লক্ষ্য করে আঘাত হানা হয়, যেখানে বেশ কয়েকটি যানবাহন ধ্বংস হয়ে যায়।

হিজবুল্লাহ-ঘনিষ্ঠ আল-মানার টিভি জানায়, হামলার সময় একটি সবজিবাহী গাড়ি ওই এলাকায় চলছিল, যা আঘাতে পড়ে। এতে একজন নিহত এবং একজন আহত হন।

পরে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, নিহত ব্যক্তি একজন সিরীয় নাগরিক। আহতদের মধ্যে একজন সিরীয় এবং বাকি ছয়জন লেবানন নাগরিক।

হামলার কারণে রাজধানী বৈরুতের সঙ্গে দক্ষিণ লেবাননের কিছু অঞ্চলের সংযোগকারী একটি মহাসড়কে সাময়িকভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত নভেম্বরে ইসরায়েল-হিজবুল্লাহর ১৪ মাসব্যাপী যুদ্ধের অবসান ঘটলেও, এরপর থেকে ইসরায়েল প্রায় প্রতিদিনই লেবাননে বিমান হামলা চালিয়ে যাচ্ছে। এ সব হামলায় ডজনখানেক মানুষ নিহত হয়েছেন।

ইসরায়েল দাবি করছে, যুদ্ধে গুরুতর ক্ষয়ক্ষতির পর হিজবুল্লাহ তাদের সামরিক সক্ষমতা পুনর্গঠনের চেষ্টা করছে।

লেবানন,ইসরায়েল,বিমান হামলা,নিহত,আহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত