ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

দীর্ঘ দুই বছর পর গাজায় ড্রোন ও বিস্ফোরণহীন রাত

দীর্ঘ দুই বছর পর গাজায় ড্রোন ও বিস্ফোরণহীন রাত

দুই বছরেরও বেশি সময় পর প্রথমবারের মতো গাজার আকাশে ছিল না ইসরায়েলি ড্রোনের গুঞ্জন বা বোমার বিস্ফোরণ। যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটি ডুবে ছিল এক অলৌকিক নীরবতায়—যা স্থানীয় ফিলিস্তিনিদের কাছে ছিল প্রায় অবিশ্বাস্য এক অভিজ্ঞতা।

শনিবার (১১ অক্টোবর) দুপুরে আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আল জাজিরার গাজা প্রতিনিধি হিন্দ খুদারি লিখেছেন, “আজ রাতের গাজা আকাশে একমাত্র যে জিনিসটি ভাসছে, তা হলো—আশা। নেই কোনো ড্রোন, নেই কোনো বোমা, নেই জ্বলন্ত আকাশ। শুধু নীরবতা—এমন এক শব্দ, যা এখানে এতটাই বিরল যে, অচেনা লাগে।”

তিনি জানান, এই প্রথমবারের মতো কোনো বিমান হামলা হয়নি, রাস্তায় ছুটে যায়নি অ্যাম্বুলেন্স, আর শোনা যায়নি গ্যাসবোমার শব্দ।

এক গাজাবাসী আল জাজিরাকে বলেন, “আজ ড্রোন থেমে গেছে। শব্দ নেই, ভয় নেই। আমরা নিরাপদ, আমাদের সন্তানরাও নিরাপদ। পরিবারের সবাইকে নিয়ে একসাথে শান্তিতে বসে আছি—এটাই আনন্দের।”

গাজার দক্ষিণাঞ্চলের অস্থায়ী শরণার্থী ক্যাম্পগুলোতেও দেখা গেছে কিছুটা স্বস্তির চিত্র। যেসব পরিবার বারবার স্থানচ্যুত হয়েছে, তারাও পেয়েছে স্বল্প সময়ের প্রশান্তি।

আরেক নারী বলেন, “এই যুদ্ধ আমাদের অনেক কিছু কেড়ে নিয়েছে, ভয় ও হতাশায় ভরিয়ে দিয়েছে। তবে আজ আমি খুশি। অন্তত এখন ভয়টা নেই, আশপাশের মানুষগুলো বেঁচে আছে এটা দেখে শান্তি লাগছে।”

তিনি আরও বলেন, “আজ আমি বাজারে গেছি, দুই বছর পর বোনের সঙ্গে দেখা করেছি। তাকে দেখে মনে হয়েছে—আমি এখনো বেঁচে আছি। আমার হৃদয় আনন্দে ভরে গেছে।”

গাজা,ড্রোন,বিস্ফোরণ,ফিলিস্তিনি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত