ফিলিস্তিনের দুই প্রভাবশালী নেতা বারগুতি-সাদাতের মুক্তি অনিশ্চিত
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ১১:০৮ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের দুই প্রভাবশালী নেতা মারওয়ান বারগুতি ও আহমাদ সাদাতের মুক্তি আপাতত হচ্ছে না বলে জানিয়েছে হামাস। আলোচ্য বন্দিমুক্তির তালিকায় তাদের নাম নেই বলে জানানো হয়েছে সংগঠনটির পক্ষ থেকে।
হামাসের পক্ষ থেকে বলা হয়েছে, ফাতাহ আন্দোলনের শীর্ষস্থানীয় নেতা মারওয়ান বারগুতি বন্দিমুক্তির তালিকা থেকে বাদ পড়েছেন। অপরদিকে, পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন (পিএফএলপি)-এর নেতা আহমাদ সাদাতের মুক্তির বিষয়েও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
উল্লেখ্য, মারওয়ান বারগুতি ২০০২ সালে গ্রেপ্তার হন এবং ২০০৪ সালে পাঁচটি যাবজ্জীবন কারাদণ্ড ও অতিরিক্ত ৪০ বছরের সাজা পান। তার বিরুদ্ধে অভিযোগ ছিল—ইসরায়েলিদের লক্ষ্য করে হামলার পরিকল্পনা করার, যার ফলে পাঁচজন নিহত হন।
সবশেষ পাওয়া তথ্যে জানা গেছে, আলোচনায় থাকা বন্দিমুক্তির প্রস্তাবিত তালিকায় এই দুই নেতার কেউই নেই।
এদিকে, আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) বাসগুলো ইসরায়েলের সামরিক কারাগার ওফারে পৌঁছেছে। ধারণা করা হচ্ছে, সেখান থেকে ১০৮ জন ফিলিস্তিনি বন্দিকে তুলে নেওয়া হবে, যাদেরকে অধিকৃত পশ্চিম তীর ও জেরুজালেমে পাঠানো হবে।
আরও ১৪২ জন ফিলিস্তিনি বন্দিকে নেগেভ মরুভূমির কৎজিওত কারাগার থেকে মুক্তি দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। তাদের গন্তব্য হবে গাজা অথবা নির্বাসন।
সূত্র: আল জাজিরা
