
সাতজন ইসরায়েলি জিম্মিকে আন্তর্জাতিক রেড ক্রস সংস্থার (আইসিআরসি) কাছে হস্তান্তর করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। মুক্তিপ্রাপ্ত জিম্মিদের গ্রহণ করেছে ইসরায়েলি সেনাবাহিনী।
সোমবার (১৩ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
জর্ডানের আম্মান থেকে আল-জাজিরার সংবাদদাতা নূর ওদেহ জানান, মুক্তিপ্রাপ্তরা ইতোমধ্যে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন। শারীরিকভাবে তারা তুলনামূলকভাবে ভালো অবস্থায় আছেন এবং কাউকে তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা ছাড়াই হেঁটে চলতে দেখা গেছে।
এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্সও। একটি সামরিক সূত্রের বরাতে তারা জানিয়েছে, বন্দিদের সেনাবাহিনী গ্রহণ করেছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে, গাজায় আটক থাকা ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিনিময়ে প্রায় ২ হাজার ফিলিস্তিনি বন্দি মুক্তি পাচ্ছেন।
এই ২ হাজার বন্দির মধ্যে এক হাজার ২৭ জন গাজার বাসিন্দা। বাকি প্রায় দুই শতাধিক ফিলিস্তিনি দীর্ঘমেয়াদি বা আজীবন কারাদণ্ডপ্রাপ্ত। তাদের মধ্যে ১৩৫ জনকে গাজা বা বিদেশে নির্বাসনে পাঠানো হবে। ১০০ জনকে অধিকৃত পশ্চিম তীরে স্থানান্তর করা হবে এবং ১৫ জনকে মুক্তি দেওয়া হবে পূর্ব জেরুজালেমে।