
গাজা পরিস্থিতি নিয়ে আয়োজিত শান্তি সম্মেলনে অংশ নিতে ইসরায়েল পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার (১৩ অক্টোবর) তিনি তেল আবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন বলে জানিয়েছে ইসরায়েলের সরকারি প্রেস দপ্তর।
বিমানবন্দরে ট্রাম্পকে স্বাগত জানান ইসরায়েলের প্রেসিডেন্ট ইসাক হারজগ ও তার স্ত্রী মিখাল হারজগ। এ সময় দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার স্ত্রী সারা নেতানিয়াহুও উপস্থিত ছিলেন।
সফরকালে প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলি সংসদ কনেসেটে বক্তব্য দেবেন এবং হামাসের হাতে আটক থাকা বন্দিদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানিয়েছে হোয়াইট হাউস।
এরপর স্থানীয় সময় দুপুর ১টায় (গ্রিনিচ মান সময় ১১টা) তিনি মিসরের শারম আল-শেখে গাজার পরিস্থিতি নিয়ে আয়োজিত শান্তি সম্মেলনে অংশ নিতে রওনা হবেন।