গাজা চুক্তিতে কাতারের ‘অসাধারণ ভূমিকা’র প্রশংসা ট্রাম্পের

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ১৪:০২ | অনলাইন সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

গাজা চুক্তি বাস্তবায়নে কাতারের ভূমিকার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

সোমবার (১৩ অক্টোবর) ইসরায়েল সফরের পথে প্রেসিডেন্টের বিমান ‘এয়ার ফোর্স ওয়ান’-এ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

ট্রাম্প বলেন, “এই চুক্তিতে কাতার আমাদের অনেক সাহায্য করেছে। আমির একজন অসাধারণ মানুষ। আপনাদের বুঝতে হবে, তার দেশ একেবারে সব কিছুর কেন্দ্রে অবস্থিত।”

তিনি আরও বলেন, “কাতার এই চুক্তি বাস্তবায়নে দারুণ সহায়তা করেছে, আমি আশা করি মানুষ সেটা উপলব্ধি করবে। এটি কাতারের জন্য খুব কঠিন ও বিপজ্জনক ছিল, তারা অনেক সাহসিকতার পরিচয় দিয়েছে। তাদের নেতা, আমির, ছিলেন অত্যন্ত সাহসী। কাতার এখন কিছু কৃতিত্ব পাওয়ার দাবিদার।”

এদিকে, গাজা পরিস্থিতি নিয়ে আয়োজিত শান্তি সম্মেলনে অংশ নিতে ইসরায়েল পৌঁছেছেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার তিনি তেল আবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন বলে জানিয়েছে ইসরায়েলের সরকারি প্রেস দপ্তর।

বিমানবন্দরে ট্রাম্পকে স্বাগত জানান ইসরায়েলের প্রেসিডেন্ট ইসাক হারজগ ও তার স্ত্রী মিখাল হারজগ। এ সময় দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার স্ত্রী সারা নেতানিয়াহুও উপস্থিত ছিলেন।

সফরকালে প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলি সংসদ কনেসেটে বক্তব্য দেবেন এবং হামাসের হাতে আটক থাকা বন্দিদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানিয়েছে হোয়াইট হাউস।

এরপর স্থানীয় সময় দুপুর ১টায় (গ্রিনিচ মান সময় ১১টা) তিনি মিসরের শারম আল-শেখে গাজার পরিস্থিতি নিয়ে আয়োজিত শান্তি সম্মেলনে অংশ নিতে রওনা হবেন।

সূত্র: আল জাজিরা, আনাদোলু এজেন্সি