
চলিত বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন তিন দেশের ৩ অর্থনীতিবিদ। তারা হলেন— যুক্তরাষ্ট্রের জোয়েল মকিয়র, ফ্রান্সের ফিলিপ আগিয়োঁ ও কানাডার পিটার হাউইট।
সোমবার (১৩ অক্টোবর) অর্থনীতিতে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস।
নোবেল কমিটি জানায়, ‘প্রযুক্তিগত অগ্রগতির মাধ্যমে টেকসই প্রবৃদ্ধির পূর্বশর্ত নির্ধারণে অবদানের’ জন্য মকিয়র পুরস্কারের অর্ধেক পেয়েছেন। বাকি অর্ধেক ‘সৃজনশীল বিনাশের মাধ্যমে টেকসই প্রবৃদ্ধির তত্ত্ব উপস্থাপনের’ জন্য আগিয়োঁ ও হুইট যৌথভাবে পেয়েছেন।
নোবেল পুরস্কারের মনোনয়ন প্রক্রিয়া সবসময়ই গোপনীয়ভাবে পরিচালিত হয়। এবারও পুরস্কার ঘোষণার আগে কোনো মনোনীত ব্যক্তি বা সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়নি। সম্পূর্ণ প্রক্রিয়াটি অত্যন্ত গোপনীয়তার সঙ্গে সম্পন্ন করেছে নোবেল কমিটি।
প্রতি বছর অক্টোবরের প্রথম সোমবার থেকে বিভিন্ন শাখায় নোবেল বিজয়ীদের নাম ঘোষণা শুরু হয়। এ বছর ৬ অক্টোবর চিকিৎসা, ৭ অক্টোবর পদার্থবিজ্ঞান, ৮ অক্টোবর রসায়ন, ৯ অক্টোবর সাহিত্য, ১০ অক্টোবর শান্তি এবং ১৩ অক্টোবর অর্থনীতিতে বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছে।
আজ ১৩ অক্টোবর অর্থনীতিতে বিজয়ীর নাম ঘোষণার মধ্য দিয়ে শেষ হলো এ বছরের নোবেল পুরস্কার ঘোষণা।