ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

পাকিস্তানে ইসরায়েলবিরোধী বিক্ষোভে সংঘর্ষ, নিহত ৫

পাকিস্তানে ইসরায়েলবিরোধী বিক্ষোভে সংঘর্ষ, নিহত ৫

পাকিস্তানে ইসরায়েলবিরোধী এক বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে এখন পর্যন্ত পাঁচজন নিহত হয়েছেন। এদের মধ্যে একজন পুলিশ সদস্য ও একজন পথচারী রয়েছেন।

সোমবার (১৩ অক্টোবর) দেশটির পাঞ্জাব প্রদেশের মুরিদকে শহরে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার ইসলামপন্থি সংগঠন তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান (টিএলপি) কর্তৃক আয়োজিত বিক্ষোভে সহিংসতা ছড়িয়ে পড়ে। এসময় তিন ঘণ্টারও বেশি সময় ধরে পুলিশের সঙ্গে সংঘর্ষ চলে।

পুলিশ জানায়, বিক্ষোভকারীরা তাদের ওপর গুলি চালায় ও ৪০টিরও বেশি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে দুই পক্ষেরই বহু মানুষ আহত হন। সংঘর্ষের পর পুলিশ শতাধিক বিক্ষোভকারীকে আটক করে।

যদিও টিএলপির দাবি, প্রথমে পুলিশই তাদের সমর্থকদের ওপর গুলি চালায়, যাতে কয়েকজন নিহত ও অনেকে আহত হয়েছেন।

পুলিশের বিবৃতিতে বলা হয়, শুক্রবার লাহোর থেকে ইসলামাবাদমুখী প্রায় ৪০০ কিলোমিটার দীর্ঘ ‘গ্র্যান্ড ট্রাঙ্ক রোড’-এ যাত্রা শুরু করে টিএলপির বিশাল মিছিল। বিক্ষোভ ঠেকাতে পুলিশের সঙ্গে একাধিক জায়গায় সংঘর্ষ হয়েছে। সোমবার মুরিদকেতে পরিস্থিতি চরম রুপ ধারণ করে, যখন পুলিশ বিক্ষোভ ছত্রভঙ্গ করতে অভিযান চালায়।

এর আগে, টিএলপি’র নেতা সাদ রিজভি এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, আমাদের মিছিলের উদ্দেশ্য কেবল ফিলিস্তিনের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করা। আমরা ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ করছি।

পাকিস্তান,বিক্ষোভ,সংঘর্ষ,নিহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত